আতঙ্কে হবিগঞ্জ শহরবাসী
পক্ষকাল সংবাদঃ
সোমবার থেকে খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহর রক্ষা বাঁধের বেশিরভাগ অংশে ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে সোমবার রাতে হবিগঞ্জ শহর ও শহরতলী এলাকার ৩টি স্থানে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দিলে রাত থেকেই স্থানীয় লোকজন সেখানে বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষার কাজ অব্যাহত রেখেছেন। ইতিমধ্যে উমেদনগর, কামরাপুর, মাছুলিয়া, রামপুর এলাকায় বাঁধের কিছু অংশ উপচে পানি মানুষের বাড়ি-ঘরে প্রবেশ করেছে।
পাউবো সূত্রে জানা গেছে, হবিগঞ্জ শহরের প্রান্তে খোয়াই নদীর পানি বিপদসীমার ২৮০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । অপরদিকে, উজানে বাল্লা সীমান্তে নদীর পানি বিপদসীমার উপরে থাকলেও ৮ সে.মি. হ্রাস পেয়েছে।
![]()
ভারতের ত্রিপুরা রাজ্য থেকে পাহাড়ি ঢলে সোমবার সকাল থেকেই খোয়াই নদীর পানি বাড়তে থাকে। রাতে যেকোন সময় বাঁধ ভেঙে যেতে পারে এমন আশঙ্কায় মাইকিং করে প্রশাসন। এরপর থেকে শহরবাসীর মধ্যে আতংক দেখা দেয়। বন্যার পানিতে তলিয়ে যাবার ভয়ে নিদ্রাহীন রাত কাটান শহরবাসী। সজাগ থেকে বাঁধের ফাটা অংশ মেরামত ও নদীর পানির খবর নিতে দেখা যায় লোকজনকে।
রাতে শহর এলাকার কামড়াপুর ও শহরতলীর মাছুলিয়া, তেতৈইয়া এলাকায় বাঁধ পেরিয়ে পানি প্রবেশ করতে থাকলে সেখানে বালুর বস্তা ফেলা শুরু হয়। হবিগঞ্জ পৌরসভার দানিয়ালপুর এলাকায় নদীর বাঁধের অভ্যন্তরে বসবাসকারী প্রায় ১৫টি বাড়ি-ঘরে ইতোমধ্যেই বন্যার পানি প্রবেশ করেছে। নদীর দুই পাড়ের বাসিন্দাদের অনেকেই বসতবাড়ি থেকে মালামাল সরিয়ে নিচ্ছেন।
এদিকে, সোমবার রাতে প্রশাসন ভাটি এলাকার একাধিক স্থানে বাঁধ কাটতে গেলে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে বাধা দেন।
পাউবো নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, বড় ধরণের ঝুঁকির আশংকা নেই। তবুও যেসব এলাকায় বাঁধ চুইয়ে পানি প্রবেশ করছে, সেসব এলাকায় বালির বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা চলছে।
তিনি বলেন, উজানে বৃষ্টি থেমেছে শুনেছি। আশা করছি কয়েক ঘন্টার মধ্যে খোয়াই নদীতে বন্যার পানি কমতে পারে।





আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
. ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয় দুদক অভিযানের পর ভোগান্তিতে সাধারণ মানুষ
ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার
বিআইডব্লিউটিএ’র দুর্নীতিবাজ পরিচালক শাজাহান কি আইনের ঊর্ধ্বে?
মালয়েশিয়ায় অর্থপাচারের মাস্টার মাইন্ড কুখ্যাত নূর আলী
যুদ্ধবিমান নয়, জনগণের ভাত কাপড় বাসস্থান চাই–মোশরেফা মিশু :