বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » কমের মধ্যে বেশি বেশি দেবে মাইক্রোম্যাক্স ডুয়াল ৫
কমের মধ্যে বেশি বেশি দেবে মাইক্রোম্যাক্স ডুয়াল ৫
![]()
পক্ষকাল ডেস্কঃ নতুন এক স্মার্টফোন আনতে যাচ্ছে মাইক্রোম্যাক্স। আজই দিল্লিতে নয়া ফোনের পরিচয় প্রকাশের আয়োজন করা হয়েছে। নতুন এ ফোনের নাম মাইক্রোম্যাক্স ডুয়াল ৫। এর সঙ্গে একটি টিজার ইমেজও প্রকাশ করেছে তারা।
এই ফোনের পেছনে থাকছে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। সামনেও রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। পেছনের ডুয়াল ক্যামেরা লম্বালম্বি করে বসানো হয়েছে।
গত মাসে ওয়েলবো-তে মোবাইলের ছবি ফাঁস হয়। তবে সেখানে মাইক্রোম্যাক্সের কোন ফোন তা বলা হয়নি। তাতে পেছনে ডুয়াল ক্যামেরা ছিল। আর তার মাঝখানে ছিল একটি ফ্ল্যাশ। কার্ভড মেটালিক দেহটি ছিল নজরকাড়া।
এ মাসের প্রথম মাইক্রোম্যাক্স টুইটারে বিচ্ছিন্ন আকারে কিছু শব্দ তুলে দেয়। ভক্তদের জন্য শব্দগুলো আসলে এক ধরনের পাজল। এর মাধ্যমে তারা বিভিন্ন ফিচার সম্পর্কে আন্দাজ করতে পারবেন।
বিগত কয়েক বছরে মাইক্রোম্যাক্সের চাহিদা করেছে ভারতের বাজারে। চীনের জিয়াওমি, ভিভো এবং অপ্পোর মতো প্রতিষ্ঠানের প্রতাপে বেশ পিছিয়ে পড়েছে। এরাই এখন ভারতের বাজার ধরে রেখেছে। এখন মধ্যম বাজেটের ফোনে ভালো ফিচারের মাধ্যমে তারা মানুষের কাছে পৌঁছতে চাইছে।




ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জুলাই যোদ্ধা লামিয়ার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুর্নগঠন।
হোয়াটসঅ্যাপ এখন আরও স্মার্ট, এলো যুগান্তকারী ভয়েস চ্যাট ফিচার
ষড়যন্ত্রের গল্প নয়, সংস্কারের জবাব চাই!
স্টারলিংক ও সার্বভৌমত্ব: প্রযুক্তির ছায়ায় দেশ বিক্রির ব্লুপ্রিন্ট?
ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউএনও নলছিটির নজরুল ইসলাম
বাংলাদেশ: ষড়যন্ত্র, চক্রান্ত এবং অভ্যন্তরীণ শত্রু
‘কাঠামোগত পরিবর্তনে’র ঘোষণা, মাইক্রোসফটে আবারও গণছাঁটাই
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই
সমুদ্রতলদেশের খনিজ সম্পদ: আন্তর্জাতিক আগ্রহের একমাত্র কেন্দ্রবিন্দু