শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
সোমবার, ২১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » পা ধরে মাফ পেলেন ছাত্রলীগ নেতাকর্মীরা!
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » পা ধরে মাফ পেলেন ছাত্রলীগ নেতাকর্মীরা!
৩৬৮ বার পঠিত
সোমবার, ২১ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পা ধরে মাফ পেলেন ছাত্রলীগ নেতাকর্মীরা!

---
পক্ষকাল ডেস্কঃ
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদকে লাঞ্ছিত করার একদিন পর পা ধরে মাফ চেয়ে আপাতত পার পেয়েছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীরা।

রোববার (২০ নভেম্বর) রাত ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বে ৫০-৬০ জন নেতাকর্মী নগরীর লালখান বাজারে মোছলেম উদ্দিনের বাসায় গিয়ে পা ধরে ক্ষমা চান।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি আওয়ামী লীগনেতা মোছলেম উদ্দিনের পা ধরে ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় মোছলেম উদ্দিনের বাসায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

নুরুল আজিম রনি জানান, গত শনিবার চট্টগ্রামের লালদীঘির ময়দানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স শেষের দিকে ওমরগণি এম ই এস কলেজের ছাত্রলীগ নেত ইলিয়াছকে ধাক্কা দেয়ার জেরেই লাঞ্ছিত হন মোছলেম উদ্দিন আহমেদ।

এর প্রতিবাদে ওইদিন রাত ৮টায় শ্রমিক লীগের ব্যানারে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের শাস্তির দাবিতে নগরীর কালুরঘাট এলাকায় সড়ক অবরোধ করে বোয়ালখালি উপজেলার লোকজন। মোছলেম উদ্দিনের বাড়ি নগরীর পাশ্ববর্তী বোয়ালখালী উপজেলায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মোছলেম উদ্দিনকে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গেছে। ফলে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না নেতাকর্মীদের। এরপরই নেতাকর্মীরা ইলিয়াছের নেতৃত্বে বাসায় গিয়ে মোছলেম উদ্দিন সাহেবের পা ধরে ক্ষমা চান।

গত শনিবার দুপুর দেড়টার দিকে নগরী লালদীঘি ময়দানে আয়োজিত প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স শেষে টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময় নিজ দলীয় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে লাঞ্চিত হন চট্টগ্রামের প্রবীণ রাজনীতিবিদ মোছলেম উদ্দিন। এ সময় ছাত্রলীগ নেতা কর্মীরা ধাক্কাধাক্কি করে তার গায়ে পড়েন এবং তার দিকে মারমুখী ভঙ্গিতে তেড়ে যান। এমনকি অশ্লীল স্লোগানও দেন। পরে অন্যান্য নেতারা তাকে দ্রুত গাড়িতে তোলে দিলে তিনি স্থান ত্যাগ করেন।

ছাত্রলীগ নেতা ইলিয়াছ এ প্রসঙ্গে বলেন, ভিডিও কনফারেন্সের ঘটনায় আমার কোনো দোষ ছিল না। তিনিই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। ওই সময় নিজেই লাঞ্ছনায় ভুগেছি। নিজেকে সংবরণ করতে না পেরে প্রতিবাদ করেছি। কিন্ত মোছলেম উদ্দিন সাহেব সেটা ভাল দৃষ্টিতে নেননি।

ইলিয়াছ বলেন, মোছলেম উদ্দিন সাহেব আমাদের রাজনৈতিক গুরু। দলের সিনিয়র ও প্রবীণ নেতা এবং মুরুব্বী। তাই দোষ করি বা না করি ওনার পা ধরে ক্ষমা চেয়েছি। এতে নিজেকে ভারমুক্ত করেছি। ক্ষমা চেয়েও নিজেকে বড় আসনে তুলতে পেরেছি বলে মনে করছি।

এ ব্যাপারে জানার জন্য মুঠোফানে যোগাযোগ করা হলেও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ কোন মন্তব্য রাজি করতে হননি। বিষয়টি নিয়ে আর কোনো কথা না বলার জন্য বলেন তিনি।



এ পাতার আরও খবর

পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে ভারত-পাকিস্তান, ১২ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে ভারত-পাকিস্তান, ১২ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা
করিডোরের পর এবার বঙ্গোপসাগরে মার্কিন সামরিক ঘাটি করিডোরের পর এবার বঙ্গোপসাগরে মার্কিন সামরিক ঘাটি
সিঙ্গাপুরে পুনরায় পিএপি’র নিরঙ্কুশ বিজয় সিঙ্গাপুরে পুনরায় পিএপি’র নিরঙ্কুশ বিজয়
অন্তর্বর্তী সরকার দেশের সার্বভৌমত্বর ইস্যুকে চাপা দিতে  নারী ইস্যু উস্কে  দিয়েছে অন্তর্বর্তী সরকার দেশের সার্বভৌমত্বর ইস্যুকে চাপা দিতে নারী ইস্যু উস্কে দিয়েছে
মিজোরামে সম্প্রতি আটক হওয়া দুই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে নিয়ে নতুন তথ্য মিজোরামে সম্প্রতি আটক হওয়া দুই বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিককে নিয়ে নতুন তথ্য
বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে আগামী ৫ মে সোমবার দেশে ফিরছেন। বেগম খালেদা জিয়া দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে আগামী ৫ মে সোমবার দেশে ফিরছেন।
রোহিঙ্গা ‘মানবিক করিডোর’ কি আরাকান আর্মির কাছে মারাত্মক সরবরাহ পাঠানোর আড়াল? রোহিঙ্গা ‘মানবিক করিডোর’ কি আরাকান আর্মির কাছে মারাত্মক সরবরাহ পাঠানোর আড়াল?
খালেদা জিয়া ৫ মে দেশে ফিরছেন: বিএনপির আনুষ্ঠানিক ঘোষণা খালেদা জিয়া ৫ মে দেশে ফিরছেন: বিএনপির আনুষ্ঠানিক ঘোষণা
বাংলাদেশ সেনাবাহিনীর রামুভিত্তিক ১০ পদাতিক ডিভিশনের কমান্ডডিং অফিসারদের চলাচলে নিষেধাজ্ঞা জারি বাংলাদেশ সেনাবাহিনীর রামুভিত্তিক ১০ পদাতিক ডিভিশনের কমান্ডডিং অফিসারদের চলাচলে নিষেধাজ্ঞা জারি
বাংলাদেশ সেনাবাহিনীর রামু-ভিত্তিক ১০ম পদাতিক ডিভিশনের কমান্ডিং ও ডেপুটি কমান্ডিং অফিসারদের চলাচলে কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি বাংলাদেশ সেনাবাহিনীর রামু-ভিত্তিক ১০ম পদাতিক ডিভিশনের কমান্ডিং ও ডেপুটি কমান্ডিং অফিসারদের চলাচলে কড়াকড়ি নিষেধাজ্ঞা জারি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)