শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ৩১ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » বিধ্বস্ত বিমান উদ্ধারে সাগরে ‘বিশাল অভিযান’
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » বিধ্বস্ত বিমান উদ্ধারে সাগরে ‘বিশাল অভিযান’
৪০৫ বার পঠিত
বুধবার, ৩১ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিধ্বস্ত বিমান উদ্ধারে সাগরে ‘বিশাল অভিযান’

পক্ষকাল আন্তর্জাতিক ডেস্ক : এয়ার এশিয়ার নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়ার পর উদ্ধার কার্যক্রম জোরদার করা হচ্ছে। ইতিমধ্যে জাভা সাগর থেকে বিমানের তিন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকি যাত্রীদের খোঁজে সাগরে ‘বিশাল অনুসন্ধান’ অভিযানে নামছে উদ্ধার দল।

---

বোর্নোর জলভা-ারে বিমানের ধ্বংসাবশেষ ও মরদেহ ভাসার কথা নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার কর্মকর্তারা। মঙ্গলবার তিন মৃতদেহ উদ্ধার করা হয়েছেও বলে জানান তারা।

এয়ার এশিয়ার কিউজেড-৮৫০১ ফ্লাইটটি ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় রোববার সকালে নিখোঁজ হয়। নিখোঁজের ঠিক আগে বিমানটির চালক খারাপ আবহাওয়া এড়াতে আরো ওপর দিয়ে ওড়ার অনুমতি চেয়েছিলেন। তবে ‘এয়ার ট্রাফিকের’ অনুমতি পাননি তিনি।

বিমানটিতে সাতজন ক্রু ও ১৫৫ যাত্রী মিলিয়ে মোট ১৬২ জন আরোহী ছিলেন। এদের মধ্যে দুই পাইলট, পাঁচজন ক্রেবিন ক্রু ছাড়া ১৪৯ জন যাত্রীই ইন্দোনেশিয়ান। বাকি ছয়জনের মধ্যে তিনজন দ.কোরিয়ান, একজন মালয়েশিয়ান, একজন সিঙ্গাপুরিয়ান ও একজন ফরাসি।

বিমানটি নিখোঁজ হওয়ার পর অর্ধশতাধিক বিমান ও জাহাজ দিয়ে উদ্ধার কার্যক্রম আগেই শুরু করেছিলেন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। পরে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়াও। উদ্ধার কাজে অংশ নেওয়া বিমান ও জাহাজের ক্রুরা মরদেহ ও বিমানের ধ্বংসাবশেষের সন্ধানে সাগরের পানি স্ক্যান করে দেখছেন। বিমানটির ব্ল্যাক বক্সের সন্ধানে আধুনিক যন্ত্রপাতি পাঠিয়েছে সিঙ্গাপুর।

মঙ্গলবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো জাহাজ ও হেলিকপ্টার দিয়ে বিশাল অভিযানের কথা জানিয়েছেন। সুরাবায়ায় সাংবাদিকদের তিনি বলেন, ‘এই ট্র্যাজেডিতে হারানোদের আমিও অনুভব করি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের শক্তি ধারণে আমি তাদের সবার জন্য প্রার্থনা করি। বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধারে হেলিকপ্টার ও জাহাজ দিয়ে বিশাল অনুসন্ধান অভিযান শিগগিরই চালানো হবে।’

বার্তা সংস্থা এপিকে উইদোদো বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হয়েছে আমি তা নিশ্চিত। কিন্তু আমি বিশ্বাস করতে পারি না, আমার ভাই ও তাদের পরিবারের সদস্যরা মারা গেছেন।’

দেশটির কর্মকর্তারা জানান, ফ্লাইট কিউজেড ৮৫০১ গতিপথ পরিবর্তনের অনুমতি চাওয়ার পাঁচ মিনিট পরই কোনো সিগন্যাল ছাড়াই জাভা সাগরের ওপর আকাশে নিখোঁজ হয়ে যায়। ইন্দোনেশিয়ার তল্লাশি অভিযানের প্রধান জানিয়েছেন, উদ্ধারকারীরা চিহ্নিত হওয়া লাশগুলো উদ্ধারে এখন খুবই ব্যস্ত সময় পার করছেন।

এদিকে নিহতের স্বজনেরা সুরাবায়া বিমান বন্দরে এখনো ভিড় করে আছে। জীবিত না হলেও অন্তত স্বজনের মরদেহটি চান তারা।

তথ্যসূত্র : বিবিসি, ফক্স নেশন ।



এ পাতার আরও খবর

জাতিসংঘে ‘নিউইয়র্ক ঘোষণা’: দ্বি-রাষ্ট্র সমাধানের সমর্থনে বিশ্বজোট, গাজায় যুদ্ধবিরতির জোরালো আহ্বান জাতিসংঘে ‘নিউইয়র্ক ঘোষণা’: দ্বি-রাষ্ট্র সমাধানের সমর্থনে বিশ্বজোট, গাজায় যুদ্ধবিরতির জোরালো আহ্বান
সহিংসতার স্রোত: শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে ঘৃণার মূলধারাকরণ সহিংসতার স্রোত: শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে ঘৃণার মূলধারাকরণ
ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি, চতুর্থ ধাপের নৌ অবরোধ ঘোষণা হুথিদের ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি, চতুর্থ ধাপের নৌ অবরোধ ঘোষণা হুথিদের
ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে আলোচনায় ফিরল ইরান ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে আলোচনায় ফিরল ইরান
নতুন যুগে ভারত-যুক্তরাজ্যের সম্পর্ক, স্টারমার বললেন, ‘বড় বিজয়’ নতুন যুগে ভারত-যুক্তরাজ্যের সম্পর্ক, স্টারমার বললেন, ‘বড় বিজয়’
গাজার ত্রাণকেন্দ্রকে ‘নৃশংস মৃত্যুফাঁদ’ বলল জাতিসংঘ, মার্কিন সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন গাজার ত্রাণকেন্দ্রকে ‘নৃশংস মৃত্যুফাঁদ’ বলল জাতিসংঘ, মার্কিন সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন
পাকিস্তানের  পাসপোর্ট বিশ্বের চতুর্থ তম দুর্বল পাসপোর্ট পাকিস্তানের পাসপোর্ট বিশ্বের চতুর্থ তম দুর্বল পাসপোর্ট
ট্রাম্পকে আফগান পররাষ্ট্রমন্ত্রী: বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেব না ট্রাম্পকে আফগান পররাষ্ট্রমন্ত্রী: বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেব না
হাসিনা সরকারের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশিরা গত বছরে যুক্তরাজ্যে সম্পত্তি লেনদেনে জড়িত ছিলেন ঢাকায় তদন্তাধীন ব্যক্তিদের যুক্তরাজ্যের আইন ফার্ম ও পরামর্শদাতাদের মাধ্যমে লেনদেন - সম্পদ জব্দের আহ্বান হাসিনা সরকারের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশিরা গত বছরে যুক্তরাজ্যে সম্পত্তি লেনদেনে জড়িত ছিলেন ঢাকায় তদন্তাধীন ব্যক্তিদের যুক্তরাজ্যের আইন ফার্ম ও পরামর্শদাতাদের মাধ্যমে লেনদেন - সম্পদ জব্দের আহ্বান
পারমাণবিক মতবাদ অপরিবর্তিত, পশ্চিমাদের প্রতি রাশিয়ার কড়া হুঁশিয়ারি পারমাণবিক মতবাদ অপরিবর্তিত, পশ্চিমাদের প্রতি রাশিয়ার কড়া হুঁশিয়ারি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)