শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
রবিবার, ২২ মে ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » শেখ হাসিনা সীমানা জয়ী, মঙ্গা জয়ী, সমুদ্র জয়ী ও বিশ্ব জয়ী উন্নয়নের কবি- ডা. দীপু মনি
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » শেখ হাসিনা সীমানা জয়ী, মঙ্গা জয়ী, সমুদ্র জয়ী ও বিশ্ব জয়ী উন্নয়নের কবি- ডা. দীপু মনি
২৯৯ বার পঠিত
রবিবার, ২২ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনা সীমানা জয়ী, মঙ্গা জয়ী, সমুদ্র জয়ী ও বিশ্ব জয়ী উন্নয়নের কবি- ডা. দীপু মনি

---
ডেস্কঃ শেখ হাসিনার ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ডেনমার্ক আওয়ামী লীগ আয়োজিত ডেনমার্ক এর কোপেনহেগেন এর টিং বিয়া হলে এক আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক , সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথির ভাষণে বলেন , একজন নেতা বা রাষ্ট্রনায়ককে মূল্যায়ন করতে হয় তার নেয়া পদক্ষেপ ও নীতিগুলো দীর্ঘমেয়াদে দেশ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মকে কতখানি ইতিবাচক ও নেতিবাচকভাবে প্রভাবিত করছে। সে দিক থেকে শেখ হাসিনা এক কথায় অনন্য। তিনি স্বপবাদী অনুসরনীয় একজন নেতা ও রাষ্ট্রনায়ক। যে বাংলাদেশ অ্যাডহক ভিত্তিতে চলেছে দীর্ঘকাল সেই দেশকে তিনি দীর্ঘমেয়াদী ভিশন ও লক্ষ্যের দিকে ধাবিত করেছেন। এই জাতি ও মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। দেশ তার নেতৃত্বে মধ্যমেয়াদী ভিশন - ২০২১ দিকে এগিয়ে যাচ্ছে ও দীর্ঘমেয়াদী ২০৪১ দিকেও এগিয়ে যাবে। তার নীতিকৌশলে আন্তর্জাতিকমহলও দারুনভাবে প্রভাবিত ও একই সাথে উৎসাহিত। বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ৬ দফা পর যেমন সকল বাঙ্গালী নেতৃত্বকে ছাপিয়ে অসামান্য হয়ে উঠেছিলেন, ঠিক তেমনি বর্তমানে তার কন্যা শেখ হাসিনাও তার সম সাময়িক সকল নেতৃত্বকে ছাপিয়ে নিজেকে কর্ম-সাহস-ভিশনে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বঙ্গবন্ধু বলা হয় স্বাধীনতার কবি। আজ তার কন্যাকে বলা হচ্ছে উন্নয়নের কবি।দেশে প্রবাসে আওয়ামী লীগের নাম ব্যানার ব্যবহার করে অনেক সুবিধাবাদী , অন্যদলের এজেন্ট রা যাতে দলে ঢুকতে না পারে সেইদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলেছেন। “আগাছা, পরগাছা দিয়ে সুন্দর বাগান হয় না ” ও “গাব গাছে ডাব হয় না ” সুদর উপমা দিয়ে বুঝিয়েছেন হাই ব্রীড ও অতিউত্সাহী আওয়ামী লীগ থেকে সাবধান থাকার জন্য। সারাদিন অন্যাদর্শের মানুষের সাথে মিশে থাকা স্বল্প সময়ের আওয়ামী লীগের কর্মী ও নেতা দের কাছে সংগঠন নিরাপদ নয় বলে উল্লেখ করেন। ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ আলী মোল্লা লিংকন ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ-প্রতিমন্ত্রী এম , এ , মান্নান , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম , এ , গনি , অধ্যাপক ( ডা ) হাবিবে মিল্লাত এম, পি , ও বেগম ওয়াসেকা আয়েশা খান এম ,পি।

এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা শাহাবুদ্দিন ভুইয়া , তাইফুর রহমান ভুইয়া ডেনমার্ক আওয়ামী লীগের সহ সভাপতি আরিফ খালেক , ইকবাল হোসেন মিঠু , জামাল আহমেদ ,যুগ্ম সাধারণ সম্পাদক সামি দাশ , জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক মোতালেব ভুইয়া , কোষাধ্যক্ষ কাওসার আহমেদ সুমন হিল্লোল বড়ুয়া , আমির হোসেন , ফাহমিদ আল মাহিদ , রেজাউল করিম ,কবির আহমেদ , খাদিজা খাতুন মিনি , কোহিনুর আলম মুকুল, মাসুদ চৌধুরী , ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট , মাহফুজুর রহমান সহ প্রমুখ।



এ পাতার আরও খবর

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা আজই প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র! সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা আজই প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র!
রাশিয়ার সাম্প্রতিক ‘বৃহত্তম হামলা’ পর ইউক্রেনে প্রতিরক্ষা জোরদার ও অবকাঠামো পুনর্নির্মাণের নতুন পদক্ষেপ রাশিয়ার সাম্প্রতিক ‘বৃহত্তম হামলা’ পর ইউক্রেনে প্রতিরক্ষা জোরদার ও অবকাঠামো পুনর্নির্মাণের নতুন পদক্ষেপ
ইরান ষ্টারলিংক নিষিদ্ধের সিদ্ধান্ত কেন নিয়েছে ইরান ষ্টারলিংক নিষিদ্ধের সিদ্ধান্ত কেন নিয়েছে
থাইল্যান্ডের রাজনীতিতে টালমাটাল সময়: পায়েতংতার্নের পদত্যাগ দাবি ও গণআন্দোলনের তাৎপর্য থাইল্যান্ডের রাজনীতিতে টালমাটাল সময়: পায়েতংতার্নের পদত্যাগ দাবি ও গণআন্দোলনের তাৎপর্য
আসামের মুখ্যমন্ত্রীrসংবিধানের প্রস্তাবনা থেকে”ধর্মনিরপেক্ষতা” ও “সমাজতন্ত্র” শব্দদুটি বাদ দেওয়ার আহ্বান জানান আসামের মুখ্যমন্ত্রীrসংবিধানের প্রস্তাবনা থেকে”ধর্মনিরপেক্ষতা” ও “সমাজতন্ত্র” শব্দদুটি বাদ দেওয়ার আহ্বান জানান
যুক্তরাজ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি: চার্চ অব ইংল্যান্ডের পূর্ণাঙ্গ প্রস্তুতি ও নৈতিক অবস্থান যুক্তরাজ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি: চার্চ অব ইংল্যান্ডের পূর্ণাঙ্গ প্রস্তুতি ও নৈতিক অবস্থান
‘ব্রিটেনকে মূল্য দিতে হতে পারে’: রুশ ক্ষোভ ও ভূরাজনৈতিক বার্তা ‘ব্রিটেনকে মূল্য দিতে হতে পারে’: রুশ ক্ষোভ ও ভূরাজনৈতিক বার্তা
MI6-এ রুশ ডাবল এজেন্ট সন্দেহে যুক্তরাজ্যের দুই দশকের গোপন তদন্ত MI6-এ রুশ ডাবল এজেন্ট সন্দেহে যুক্তরাজ্যের দুই দশকের গোপন তদন্ত
রাশিয়া-চীন “সীমাহীন মৈত্রী”  মিথ্যে, এফএসবির গোপন নথি চীনকে ‘শত্রু’ ঘোষণা রাশিয়া-চীন “সীমাহীন মৈত্রী” মিথ্যে, এফএসবির গোপন নথি চীনকে ‘শত্রু’ ঘোষণা
আমেরিকান একাধিপত্য: বাস্তবতা বনাম ন্যায়বিচার আমেরিকান একাধিপত্য: বাস্তবতা বনাম ন্যায়বিচার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)