
মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬
প্রথম পাতা » জেলার খবর » কোন ষড়যন্ত্র দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারবে না –খাদ্য প্রতিমন্ত্রী
কোন ষড়যন্ত্র দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারবে না –খাদ্য প্রতিমন্ত্রী
এ এস এম রবিউল ইসলাম রয়েল (লালমনিরহাট প্রতিনিধি ) মহান স্বাধীনতা দিবসে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের ৭৫ ভাগ ঘরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে । দেশে কোন খাদ্য ঘাটতি নেই এবং উদ্বৃত্ত খাদ্য রপ্তানি করা হচ্ছে । সারের জন্য দীর্ঘ লাইন নেই । সরকারের উন্নয়নের জোয়ারে যারা মিথ্যা রলাপ বকছে এবং ষড়যন্ত্র লিপ্ত হয়ে বাঁধা সৃষ্টি করছে তাদের প্রত্যাখান করার আহবান জানান । দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান করেন । তিনি বলেন শেখ হাসিনা দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে কাজ করে যাচ্ছে । কোন ষড়যন্ত্র,এমনকি মৃত্যুকে তিনি ভয় পান না । প্রতিমন্ত্রী আরও জানান ১৯ বার শেখ হাসিনাকে হত্যাকরার চেষ্টা করা হয় । তারপরও তিনি দেশের সধারন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে । ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার দেশের উন্নয়নের কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান করেন । গত ২৬/০৩/২০১৬ ইং উপজেলা প্রশাসন আদিতমারী , লালমনিরহাট আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্য শহিদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠানে এ কথা গুলো বলেন ।