ছাত্রলীগের নতুন নেতৃত্বে সোহাগ-জাকির
নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে সভাপতি পদে দুই হাজার ৬৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাইফুর রহমান সোহাগ। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে দুই হাজার ৬৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন। নির্বাচনে সভাপতি পদে ১০জন ও সাধারণ সম্পাদক পদে ১৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
![]()
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রবিবার সন্ধ্যায় ছাত্রলীগ নেতা সুমন কুন্ডু, মোস্তাফিজুর রহমান মোস্তাক ও শেখ রাসেলের সমন্বয়ে গঠিত সম্মেলনের নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন।
বাংলাদেশের ১১১টি ইউনিটের তিন হাজার ১৮৩জন কাউন্সিলরের মধ্যে দুই হাজার ৮১৯জন ভোটে অংশ নেন।
এর আগে, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের শুরুতে রবিবার সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সাথে আলোচনা করেন বিদায়ী সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এ সময় সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার সুমন কুন্ডু, নির্বাচন কমিশনার মোস্তাফিজুর রহমান মোস্তাক ও শেখ রাসেলও উপস্থিত ছিলেন।
আলোচনার পরই সভাপতি পদে ৬৪জন প্রার্থীর মধ্যে ৫৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সাধারণ সম্পাদক পদের ১৪৯জনের মধ্যে প্রত্যাহার করেন ১৩১জন প্রার্থী।
২৮তম জাতীয় সম্মেলনের নির্বাচন পরিচালনা করেন সদ্য বিদায়ী ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহীম, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, ছাত্রলীগের সাবেক নেতা এ কে এম এনামুল হক শামীম, নজরুল ইসলাম বাবু, মাহফুজুল হায়দার রোটন, ইসাহাক আলী খান পান্না, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনর রশিদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।





“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
সাংবাদিকতা নিয়ন্ত্রণ করা কোন সংগঠনের কাজ নয়: বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন
বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে
আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”
পুলিশের উপস্থিতিতেই রাজশাহীতে খানকা শরিফে হামলা-ভাঙচুর
রাষ্ট্রীয় সংস্কার: জনগণের আকাঙ্ক্ষা না কি পশ্চিমা চাপ?
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরছে আজ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দোহা সফর: মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দলের বৈঠক: কূটনীতি না কি গোপন রাজনৈতিক সমন্বয়?