নান্দনিক আবৃত্তির ‘কথা পুরুষ কবিতা নারী’
পক্ষকাল প্রতিবেদক: এপার বাংলার তাহ্সিন রেজা ও ওপার বাংলার রিনি’র আবৃত্তির অডিও অ্যালবাম ‘কথা পুরুষ কবিতা নারী’। অ্যালবামটির প্রকাশনা ও আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠান গত ১১ মে, সোমবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
লেজার ভিশনের আয়োজনে অ্যালবামের মোড়ক উন্মোচন করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ.কে.এম আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, আবৃত্তিকার তাহ্সিন রেজা ও রিনিসহ অনেকে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে তাহ্সিন রেজা ও রিনি তাদের প্রাণবন্ত আবৃত্তির মধ্যদিয়ে দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন। অ্যালবামটিতে রয়েছে ২০টি কবিতার আবৃত্তি। কবি শামসুর রহমান, নির্মলেন্দু গুন, রুদ্র মুহাম্মদ, শহীদুল্লাহ, মহাদেব সাহা, রফিক আজাদসহ অনেকের কবিতা থেকে আবৃত্তিগুলো ধারণ করা হয়েছে।
শিল্পীযুগল বিশ্বাস করেন ‘কথা পুরুষ কবিতা নারী’র কবিতাগুলো ভক্ত শ্রোতাদের মুগ্ধ করবে।