শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ১২ মে ২০১৫
প্রথম পাতা » বিনোদন » শিল্পকলায় সময় এর ‘শেষ সংলাপ’
প্রথম পাতা » বিনোদন » শিল্পকলায় সময় এর ‘শেষ সংলাপ’
২৫৮ বার পঠিত
মঙ্গলবার, ১২ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিল্পকলায় সময় এর ‘শেষ সংলাপ’

---পক্ষকাল প্রতিবেদক: নাট্যদল ‘সময়’ এর মঞ্চনাটক ‘শেষ সংলাপ’ এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ১৪ মে, বৃহস্পতিবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিতব্য এ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান।

মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে ‘শেষ সংলাপ’ ‘সময়’ এর ২৯তম প্রযোজনা। এটি ২০০৯ সালের ২৫ ডিসেম্বর প্রথম মঞ্চে আসে। দেশে-বিদেশে এখন পর্যন্ত নাটকটির ৬৪টি প্রদর্শনী হয়েছে।

নাটকটিতে অভিনয় করছেন- পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আকতারুজ্জামান, রুমা, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম মিঠু, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, সানি, মৌসুমী, সোনিয়া প্রমূখ।

---নাটকে দেখা যাবে, ‘মিসরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে তাঁর পালিত পুত্র একজন ক্রীতদাস সেনাধ্যক্ষকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ মৃত্যুকালে তিনি তাঁর মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুিক্ত দিয়ে যেতে পারেননি। পরবর্তীতে সুলতানের উত্তরাধিকারীত্বের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং জটিলতার সৃষ্টি হয়। সমস্যার সমাধান হবে কোন পথে? আইনী পদ্ধতিতে নাকি অস্ত্র প্রয়োগে? কোন পথ বেছে নেবে সুলতান? এই সমস্যারই এক জটিল শিল্পিত রসায়ন শেষ সংলাপ।’

‘শেষ সংলাপ’ নাটকের পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনায় কমল খালিদ, পোষাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)