শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

Daily Pokkhokal
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি | পোশাক শিল্প | রাজনীতি » যুদ্ধবিমান নয়, জনগণের ভাত কাপড় বাসস্থান চাই–মোশরেফা মিশু :
প্রথম পাতা » অর্থনীতি | পোশাক শিল্প | রাজনীতি » যুদ্ধবিমান নয়, জনগণের ভাত কাপড় বাসস্থান চাই–মোশরেফা মিশু :
২৫ বার পঠিত
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুদ্ধবিমান নয়, জনগণের ভাত কাপড় বাসস্থান চাই–মোশরেফা মিশু :

---

ইন্টেরিম সরকার হঠাৎ করেই ঘোষণা দিলো-২৪/২৫টি যুদ্ধবিমান আমেরিকা থেকে কিনবে, আবার চীনের জে-১০সি জঙ্গি বিমানও নেবে ১২টি। প্রশ্ন হলো-এই দেশটা কি যুদ্ধের ময়দান? নাকি ভাত কাপড় বাসস্থানের দাবিতে রাস্তায় নামা ক্ষুধার্ত মানুষের ওপরেই বিমান থেকে বোমা ফেলবে?
খোদ বিশ্বব্যাংক বলছে-এক বছরে ২৭ লাখ নতুন মানুষ দারিদ্র্যের কাতারে গেছে, এর মধ্যে ১৮ লাখ নারী। অর্থাৎ, প্রতিদিন লাখো মানুষ গৃহহীন হচ্ছে, জমি হারাচ্ছে, শিশুরা স্কুলে যেতে পারছে না, চিকিৎসা পাচ্ছে না। অথচ ইন্টেরিমের কাছে “সংস্কার” মানে যুদ্ধবিমান কেনা, টাকার পাহাড় থেকে কোটি কোটি ডলার সাম্রাজ্যবাদী মার্কিন কোম্পানির হাতে তুলে দেওয়া!
এখন প্রশ্ন হলো-এই সরকার কার? জনগণের, না সাম্রাজ্যবাদের? জনগণের টাকায় কেনা প্রতিটি বিমান আসলে জনগণের রক্ত চুষে তৈরি। এই বিমান কোনো দেশের স্বাধীনতা রক্ষা করবে না-বরং লুটেরা গোষ্ঠীর সিংহাসন আঁকড়ে ধরতে এবং জনগণের ন্যায্য আন্দোলন দমন করতে ব্যবহৃত হবে।
আমরা যারা ভুমিহীন-গৃহহীন, দিনমজুর, গার্মেন্টস শ্রমিক, গৃহকর্মী-আমাদের জন্য কোনো বাজেট নেই। আমাদের জন্য নেই খাবার, নেই নিরাপত্তা, নেই চিকিৎসা। অথচ “নিরাপত্তা”র নামে কোটি কোটি ডলারের যুদ্ধবিমান কেনা হচ্ছে। এটাই কি ইন্টেরিমের আসল সংস্কার?
আমি স্পষ্ট করে বলি-
যুদ্ধবিমান নয়, আমাদের দরকার ভাত কাপড় বাসস্থান।
জঙ্গি বিমান নয়, আমাদের দরকার স্কুল-হাসপাতাল।
অস্ত্র কেনার বাজেট নয়, আমাদের দরকার নারী-পুরুষ শ্রমিকের ন্যায্য মজুরি।

এই সরকার জনগণের সরকার নয়। এ হলো সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার দালাল সরকার। এর কাজ হলো-জনগণের পিঠে চাপিয়ে করের বোঝা বাড়ানো, জনগণের রক্তের ঘাম থেকে তোলা টাকা বিদেশি অস্ত্র ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া।
আমরা জানি-যুদ্ধবিমান কোনোদিন ক্ষুধার রুটি হয় না। ক্ষুধার্ত মানুষের রক্ত যদি শুকিয়ে যায়, কোনো বিমান তাকে বাঁচাতে পারে না। তাই আবার বলি-
জনগণের টাকায় যুদ্ধবিমান নয়, জনগণের টাকায় জনগণের অধিকার চাই।
সংগ্রাম চলবেই।



এ পাতার আরও খবর

মানুষ ইলিশের স্বাদ ভুলছে বসেছে মানুষ ইলিশের স্বাদ ভুলছে বসেছে
‘আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিলো’-এইচএসবিসি ব্যাংক কর্মীদের আর্তনাদ! ‘আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিলো’-এইচএসবিসি ব্যাংক কর্মীদের আর্তনাদ!
মূলধন সক্ষমতায় দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ মূলধন সক্ষমতায় দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ
সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ’র আস্থাভাজন বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ উদ্দিনের সম্পদের পাহাড়! সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ’র আস্থাভাজন বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ উদ্দিনের সম্পদের পাহাড়!
৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ
দুর্নীতির অভিযোগ ‘ভিত্তিহীন’ বলার আগে সরকার কি সত্যিই তদন্ত করেছে? দুর্নীতির অভিযোগ ‘ভিত্তিহীন’ বলার আগে সরকার কি সত্যিই তদন্ত করেছে?
বিক্রির জন্য বাংলাদেশ: কীভাবে ইউনুসের ছায়া সরকার জাতীয় সার্বভৌমত্ব বিসর্জন দিল বিক্রির জন্য বাংলাদেশ: কীভাবে ইউনুসের ছায়া সরকার জাতীয় সার্বভৌমত্ব বিসর্জন দিল
গণঅভ্যুত্থান নয়, শ্রেণিসংগ্রাম চাই: প্যাসিভ রেভ্যুলুশন থেকে বিপ্লবের দিকে গণঅভ্যুত্থান নয়, শ্রেণিসংগ্রাম চাই: প্যাসিভ রেভ্যুলুশন থেকে বিপ্লবের দিকে
ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে মোস্তফা কামাল! প্রশ্নের মুখে সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে মোস্তফা কামাল! প্রশ্নের মুখে সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)