
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » » ইউনুসের প্রেস সচিব কি সংবাদপত্রের ওপর চাপ প্রয়োগ করেছেন অনলাইন প্রতিবেদন সরাতে?
ইউনুসের প্রেস সচিব কি সংবাদপত্রের ওপর চাপ প্রয়োগ করেছেন অনলাইন প্রতিবেদন সরাতে?
২৩ আগস্ট ২০২৫ | চন্দন নন্দী | নর্থইস্ট নিউজ থেকে
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধে ঢাকাভিত্তিক দৈনিক আজকের পত্রিকা-র অনলাইন সংস্করণ থেকে একটি প্রতিবেদন সরিয়ে নেওয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে।
সূত্র জানায়, ১৪ আগস্ট প্রকাশিত “ইতিহাসের ঘটনাবহুল আগস্ট মাস” শিরোনামের প্রতিবেদনটি সরাতে আলম ওই পত্রিকার একজন সিনিয়র সাংবাদিককে একাধিকবার ফোন করেন। শেষ পর্যন্ত ওই সাংবাদিক চাপের মুখে প্রতিবেদনটি সরিয়ে ফেলেন।
মিডিয়া নিয়ন্ত্রণের অভিযোগ
বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, সিনিয়র সাংবাদিক বিবুরঞ্জন সরকারের মৃত্যু ও তার ঘিরে রহস্যজনক পরিস্থিতি নিয়ে প্রেস সচিবের দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। নর্থইস্ট নিউজ-এর পক্ষ থেকে বারবার ফোন করা হলেও শফিকুল আলমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঢাকার সাংবাদিক মহলে আলোচনায় উঠে এসেছে, ২০২৪ সালের ১৪ আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে আলম বিভিন্ন সংবাদমাধ্যমে তার পছন্দের সাংবাদিক নিয়োগের জন্য চাপ প্রয়োগ করে আসছেন।
বিবুরঞ্জন সরকারের মৃত্যু ও ‘খোলা চিঠি’
৭১ বছর বয়সী বিবুরঞ্জন সরকার আজকের পত্রিকা-র সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন। ২২ আগস্ট সকালে bdnews24.com-এ প্রকাশিত একটি ‘খোলা চিঠি’-তে তিনি বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা হ্রাস, আর্থিক সংকট এবং ব্যক্তিগত হতাশার কথা তুলে ধরেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, ১৪ আগস্ট আজকের পত্রিকা-তে প্রকাশিত সাংবাদিক মজহারুল ইসলাম বাবলার একটি নিবন্ধে বলা হয়েছিল, “সম্পাদকরা প্রতিনিয়ত ভয় পান-অজানা সরকারি সূত্র থেকে ফোন আসবে, কিছু প্রতিবেদন না ছাপানোর নির্দেশ থাকবে।”
বিবুরঞ্জন সরকার বাবলার লেখার পক্ষে অবস্থান নেন, যদিও তিনি পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা বলতেন না বলে জানান।
রাজনৈতিক প্রেক্ষাপট
বাবলার নিবন্ধে বলা হয়, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ঢাকা ছেড়ে যাওয়ার পর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে, এবং এরপর থেকেই বাংলাদেশের রাজনীতি ডানপন্থী চরমপন্থার দিকে মোড় নেয়-যা লেখকের ভাষায় “পাকিস্তানীকরণের” ইঙ্গিত বহন করে।