শিরোনাম:
ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

Daily Pokkhokal
রবিবার, ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ১৫০ ফুটের ঘরে ৮০ ভোটার, রাহুলের ‘ভোটচুরি’র অভিযোগ ঘিরে তোলপাড়
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ১৫০ ফুটের ঘরে ৮০ ভোটার, রাহুলের ‘ভোটচুরি’র অভিযোগ ঘিরে তোলপাড়
৮ বার পঠিত
রবিবার, ১০ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৫০ ফুটের ঘরে ৮০ ভোটার, রাহুলের ‘ভোটচুরি’র অভিযোগ ঘিরে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক ---

বেঙ্গালুরুর মহাদেবপুরা বিধানসভা এলাকার আইটি করিডরের এক ঘিঞ্জি গলি। মুন্নি রেড্ডি গার্ডেনের ৩৫ নম্বর ঠিকানায় থাকা ১৫০ বর্গফুটের একটি ঘরই এখন ভারতের জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তোলা ‘ভোটচুরি’র অভিযোগের সূত্র ধরে চালানো এক অনুসন্ধানে দেখা গেছে, এই একটি মাত্র ঠিকানাতেই ভোটার হিসেবে নিবন্ধিত রয়েছেন ৮০ জন ব্যক্তি, যাদের কাউকেই সেখানে খুঁজে পাওয়া যায়নি।
রাহুল গান্ধী
‘ইন্ডিয়া টুডে’ টেলিভিশনের এক সরেজমিন প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাহুলের তোলা প্রশ্নকে আরও জোরালো করেছে। চ্যানেলটির প্রতিবেদক ওই ঠিকানায় গিয়ে দেখতে পান, সেখানে বর্তমানে দীপংকর নামের পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিক বাস করছেন, যিনি একটি খাবার সরবরাহকারী সংস্থায় কাজ করেন। মাসখানেক আগে ভাড়া নেওয়া এই ঘরের ভোটার তালিকায় থাকা ৮০ জনের কাউকেই তিনি চেনেন না এবং তার নিজের নামও ভোটার তালিকায় ওঠেনি।
এই অভিযোগের সত্যতা আংশিকভাবে স্বীকার করেছেন ওই বাড়ির মালিক জয়রাম রেড্ডি এবং এলাকার দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসার (বিএলও) মুনিরত্নাও। জয়রাম রেড্ডি, যিনি নিজেকে বিজেপির সমর্থক বলে পরিচয় দিয়েছেন, তিনি মেনে নিয়েছেন যে তার ঠিকানায় ৮০ জন ভোটারের নাম থাকার বিষয়টি সত্যি। তার ভাষ্যমতে, ‘বহু ভাড়াটে এখানে থাকেন, ভোটার কার্ডে নাম তোলেন এবং পরে ওডিশা, মধ্যপ্রদেশ বা বিহারের মতো রাজ্যে চলে যান। তবে ভোটের সময় কেউ কেউ ফিরে এসে ভোট দিয়ে যান।’ এতদিন বিষয়টি নির্বাচন কর্মকর্তাদের না জানানোর কথা স্বীকার করে তিনি বলেন, এবার জানাবেন।
অন্যদিকে, এলাকার বিএলও মুনিরত্নাও কংগ্রেস নেতার অভিযোগ সঠিক বলে মেনে নিয়েছেন। তিনি জানান, বহু শ্রমিক কাজের খোঁজে এসে ভাড়ার রসিদ দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলেন। পরে তারা অন্যত্র চলে গেলেও পদ্ধতিগত জটিলতায় তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া যায়নি। মুনিরত্নার মতে, ‘অনেকেই নাম বাদ দিতে চান না এবং নির্বাচনের সময় এসে ভোট দিয়ে যান।’
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মূল অভিযোগ ছিল, মহাদেবপুরা আসনে প্রায় এক লাখ ভুয়া ভোটার রয়েছে, যাদের ভোট বিজেপির পক্ষে গেছে। বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই একটি মাত্র বিধানসভা আসনেই বিজেপি এক লাখের বেশি ভোটের ব্যবধানে এগিয়ে ছিল, যা শেষ পর্যন্ত তাদের ৩২ হাজার ভোটের ব্যবধানে পুরো লোকসভা আসনটি জিততে সাহায্য করে। রাহুলের মতে, এটি নিছক একটি নমুনা এবং নির্বাচন কমিশন (ইসি) পরিকল্পিতভাবে বিজেপিকে জেতাতে ‘ভোটচুরি’তে সহায়তা করছে।
যদিও নির্বাচন কমিশন রাহুলের এই অভিযোগকে ‘পুরোনো বোতলে নতুন মদ’ বলে উড়িয়ে দিয়ে তাকে হলফনামা দিয়ে অভিযোগ জমা দেওয়ার পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছে। জবাবে রাহুল বলেছেন, তিনি সংসদে সংবিধান ছুঁয়ে শপথ নেওয়া একজন জনপ্রতিনিধি এবং প্রমাণসহ অভিযোগ তুলেছেন, যা তদন্ত করা ইসির দায়িত্ব।
বিষয়টি নিয়ে জাতীয় পর্যায়ে তোলপাড় শুরু হওয়ায় রাহুল গান্ধী এখন কর্ণাটকের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ঘটনার সঙ্গে জড়িত দোষীরা অবসরে গেলেও কেউ পার পাবে না।



এ পাতার আরও খবর

তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে কয়েকটি ভবন তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে কয়েকটি ভবন
বিচার ছাড়া গণতন্ত্র নয়: জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে দায়মুক্তি চলবে না বিচার ছাড়া গণতন্ত্র নয়: জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে দায়মুক্তি চলবে না
আলাস্কায় আমন্ত্রণ: পুতিনের একঘরে অবস্থার অবসান, না কি ভূরাজনৈতিক পুনর্বাসন? আলাস্কায় আমন্ত্রণ: পুতিনের একঘরে অবস্থার অবসান, না কি ভূরাজনৈতিক পুনর্বাসন?
সম্পাদকীয়: ছায়া-শাসনের ছায়ায় বাংলাদেশ-নির্বাচনের সময়সূচি, পরিসংখ্যান ও ভবিষ্যতের প্রশ্ন সম্পাদকীয়: ছায়া-শাসনের ছায়ায় বাংলাদেশ-নির্বাচনের সময়সূচি, পরিসংখ্যান ও ভবিষ্যতের প্রশ্ন
ঢাবিতে শিবিরের প্রদর্শনীতে যুদ্ধাপরাধীদের ছবি, মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত ঢাবিতে শিবিরের প্রদর্শনীতে যুদ্ধাপরাধীদের ছবি, মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত
ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে মোস্তফা কামাল! প্রশ্নের মুখে সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে মোস্তফা কামাল! প্রশ্নের মুখে সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো
পুতিন ট্রাম্পের সঙ্গে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন, রাশিয়া-চীন যৌথ সামরিক মহড়া শুরু করেছে পুতিন ট্রাম্পের সঙ্গে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন, রাশিয়া-চীন যৌথ সামরিক মহড়া শুরু করেছে
সম্পাদকীয় বিশ্লেষণ: রাশিয়া-চীন মহড়া, ট্রাম্পের প্রতিক্রিয়া এবং পুতিনের কূটনৈতিক চাল সম্পাদকীয় বিশ্লেষণ: রাশিয়া-চীন মহড়া, ট্রাম্পের প্রতিক্রিয়া এবং পুতিনের কূটনৈতিক চাল
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার ডাক রাষ্ট্রপতির জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় দেশ গড়ার ডাক রাষ্ট্রপতির

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)