
বুধবার, ২১ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » জুলাই আগস্ট বিপ্লবে কোন বিদেশি শক্তির ভুমিকা নেই - আহম্মেদ শাকিল
জুলাই আগস্ট বিপ্লবে কোন বিদেশি শক্তির ভুমিকা নেই - আহম্মেদ শাকিল
পক্ষ কাল সংবাদ :
২০২৪ সালে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী আওয়ামী শাসন ব্যবস্থার পতনে, সংগঠিত জুলাই আগস্ট বিপ্লবে কোন বিদেশি শক্তির ভুমিকা নেই বলে মনে করেন, রাজনৈতিক বিশ্লেষক, জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম সংগঠক, বাংলাদেশ ইনকিলাব পার্টির আহ্বায়ক আহম্মেদ শাকিল।
আহম্মেদ শাকিল বলেন, ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী আওয়ামী লীগ গত ১৫ বছর জনগণ কে তার ভোটাধিকার, মানবাধিকার, বাকস্বাধীনতা থেকে বঞ্চিত করে রেখেছে, তাই জনগণ আওয়ামী লীগ থেকে মুখ ফিরেয়ে নিয়ছিল। ২৪ সালে ডামি নির্বাচন এর মধ্য দিয়ে আওয়ামী লীগ তার বাকশালি চরিত্রের পুঃন প্রমান দিয়েছে। তার ফলে বিরোধী রাজনৈতিক দল গুলো ও দেশের জনগণ আওয়ামী লীগ এর অন্তিম সময়ের দেখার জন্য অপেক্ষমান ছিল। এরই সময়ে সেই ঐতিহাসিক মুহূর্ত জুলাই কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জনতার রক্ত আন্দোলন কে স্ফুলিঙ্গের মত ছড়িয়ে পরে। রক্তের প্রতিশোধ ও আওয়ামী সন্ত্রাসী দের অন্তিম যাত্রা শুরু হয় নতুন ঐতিহাসিক ইতিহাস জুলাই আগস্ট বিপ্লব।
আহম্মেদ শাকিল মনে করেন, যদি বিদেশি শক্তি গুলো জুলাই আগস্ট বিপ্লবের নেতৃত্বের পক্ষে থাকতো তবে ২০ শে জুলাই আওয়ামী লীগ পতন হয়। বরং বিদেশি শক্তি গুলো আওয়ামী লীগ গণহত্যা কে সমথর্ন করেছে।
জুলাই আগস্ট এর ছাত্রনেতারা দাবি করেছেন তারা নাকি বিভিন্ন এম্বাসি তে রাত্রি যাপন করেছেন, নিরাপত্তা দিয়েছে তাদের। আসলে ছাত্রনেতারা তখন বিভ্রান্ত ছিলেন, তারা এক এজেন্সি থেকে অন্য এজেন্সির জিম্মায় ছিলো তখন।
বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম জুলাই আগস্ট বিপ্লব। ভোটাধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার, মৌলিক অধিকার, বাকস্বাধীনতা ও বৈষম্য হীন সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণ এই বিপ্লবের সাথে ছিল।