শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ২১ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » প্রধান উপদেষ্টা আর কত ছলচাতুরি খেলবেন!
প্রথম পাতা » রাজনীতি » প্রধান উপদেষ্টা আর কত ছলচাতুরি খেলবেন!
৬৪ বার পঠিত
বুধবার, ২১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধান উপদেষ্টা আর কত ছলচাতুরি খেলবেন!

প্রধান উপদেষ্টা আর কত ছলচাতুরি খেলবেন!

Abu Nasir Anik ফেসবুক পোস্ট থেকে :

---

প্রথম দিকে যখন অন্তর্বর্তীকালীন সরকারের নানা বিষয়ে কথা বলা শুরু করি, তখন অধিকাংশই সেসব বিষয় এই বলে খারিজ করতেন যে, সরকারকে পর্যাপ্ত সময় না দিয়েই সমালোচনা করা হচ্ছে।


২৪ এর রক্তক্ষয়ী গণঅভ্যূত্থানের নয় মাস অতিক্রান্ত হওয়ার পর এখন নিশ্চয় এই কথা বলার অবকাশ নাই  যথেষ্ঠ সময় পার হয় নাই!


প্রকৃতপক্ষে একটি সরকার বা রাজনৈতিক দলের প্রাথমিক পদক্ষেপ নির্মোহভাবে দেখলেই বোঝা সম্ভব চূড়ান্তভাবে সে কি করতে চাইছে।


সেই বিবেচনা এবং শ্রেণিদৃষ্টিভঙ্গির জায়গা থেকে নয় মাস পূর্বে যে আলোচনাগুলি করেছি দিন যতো গেছে সেটাই আরো ম্যাচিউরড হয়েছে।


বিগত শেখ হাসিনা সরকারের সাথে বর্তমান সরকারের আমি বিশেষ কোন পার্থক্য খুঁজে পাই না।


শেখ হাসিনার সরকারের চারপাশে সবসময় একদল চাটুকার তেলের বোতল নিয়ে প্রস্তুত থাকতো। এখনও সেটাই আছে। শেখ হাসিনা সেটা এনজয় করতেন; প্রধান উপদেষ্টাও সেটা এনজয় করেন।


লেখাটিতে আমি পরিসংখ্যানের সাথে মিলিয়ে দেখাতে চাই, যে বাবলস তারা তৈরি করছে এই সরকার সম্পর্কে বাস্তবতার সাথে তার ফারাক কতোটা!


খুব বেশিদিন আগের কথা না; আমাদের নিশ্চয় মনে আছে এডিপি বাস্তবায়নে আওয়ামী সরকারের ত্রাহি মধূসুদন অবস্থা! তো এখন আমাদের বহুল কাঙ্খিত অন্তর্বর্তী সরকারের অবস্থা বুঝি পরিসংখ্যান দিয়ে।


আইএমইডির তথ্য বলছে,‘এপ্রিলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে খরচ হয় ১০ হাজার ৫৩০ কোটি ৭৫ লাখ টাকা, যা মোট সংশোধিত এডিপির ৪ দশমিক ৬৬ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিলে এ হার ছিল ৬ দশমিক ৯৬ শতাংশ; খরচ হয়েছিল ১৭ হাজার ৭০৩ কোটি ২৪ লাখ টাকা।


জুলাই থেকে এপ্রিল সময়ে বাস্তবায়নের এ হার গত দেড় দশকের মধ্যে সর্বনিম্ন’ (১৯ মে ২০২৫-বিডিনিউজ২৪.কম) । অর্থাত এই সরকার বিগত সরকারের ঐতিহ্য খুবই দৃঢ়ভাবেই ধরে রেখেছে।


আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা চিৎকার করেছি বেকারত্ব নিয়ে। গত ১৫ বছরে লাখ লাখ বেকার সৃষ্টি হয়েছে দেশে। বর্তমান অবস্থা বরং সেখান থেকে যে আরো ডেট্রয়েট করেছে সেটা নিচের পরিসংখ্যান দেখলেই বুঝবো।


শ্রমশক্তি জরিপের (অক্টোবর-ডিসেম্বর ২০২৪) প্রান্তিকের তথ্য বলছে, ‘১৯তম আইসিএলএস অনুযায়ী দেশে বর্তমানে বেকারত্বের হার ৪ দশমিক ৬৩ শতাংশ।


গত বছরের একই সময়ে এ হার ছিল ৩ দশমিক ৯৫ শতাংশ। ১৩তম আইসিএলএসে ডিসেম্বর শেষে দেশের বেকারত্বের হার ৩ দশমিক ৬৯ শতাংশ।


ডিসেম্বর শেষে ১৯তম আইসিএলএস অনুযায়ী দেশের বেকার জনগোষ্ঠী বেড়ে ২৭ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে ছিল ২৪ লাখ’(১৯ মে ২০২৫-সমকাল) ।


মাননীয় প্রধান উপদেষ্টা দেশের বাইরে অবস্থানকারী একের পর এক এক্সপার্ট এনে ভরিয়ে ফেলেছেন। যার মধ্যে অন্যতম সংযোজন বিডা চেয়ারম্যান।


এই চেয়ারম্যান মহোদয়কে নিয়ে তৈল মর্দনকারীরা এমন একটা ছবি বানাইছে যে, বাংলাদেশে ইতিপূর্বে ওনার চাইতে যোগ্যতাসম্পন্ন আর কেউ জন্ম গ্রহণ করেন নাই! কিন্তু আমি তার যোগ্যতাটা মাপতে চাই পরিসংখ্যান দিয়ে। আসুন দেখি পরিসংখ্যান কি বলে?


বাংলাদেশ ব্যাংকের ব্যালান্স অব পেমেন্টের (বিওপি) পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের প্রথম নয় মাস জুলাই থেকে মার্চে এফডিআইয়ের নিট প্রবাহ ছিল ৮৬ কোটি ১০ লাখ ডলার।


২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে নিট এফডিআই প্রবাহ ছিল ১১৬ কোটি ৪০ লাখ ডলার।


এ হিসেবে চলতি অর্থবছরের নয় মাসে এফডিআইয়ের নিট প্রবাহ কমেছে ২৬ শতাংশ’(১৩ মে ২০২৫-সমকাল) । বোঝা গেল বিষয়টি! যোগ্যতারবহর!


বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি বণিক বার্তাকে বলেন, ‘বিদেশী বিনিয়োগকারীরা বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য রাজনৈতিক সরকারের অপেক্ষায় রয়েছেন।


এছাড়া বিনিয়োগ আকর্ষণ নির্ভর করে আকৃষ্ট করার ক্ষেত্রে কী ধরনের প্রস্তাব দেয়া হচ্ছে তার ওপর। বাংলাদেশের স্থানীয় বিনিয়োগকারীরাই বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না, এ পরিস্থিতিতে বিদেশীরা কীভাবে বিনিয়োগ করবেন?’


শেখ হাসিনার রিজিমে মানুষজন খাইতে পারে নাই। এই অভিযোগ আমরা করছি। গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে জনপ্রত্যাশা ছিলো এই অবস্থার নূন্যতম একটি পরিবর্তন ঘটবে। কিন্তু পরিসংখ্যান কি বলছে?


বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুসারে, ‘অতি দারিদ্র্যের হার ৭ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৯ দশমিক ৩ শতাংশে উঠবে। জাতীয় দারিদ্র্য হার গত বছরে ছিল সাড়ে ২০ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে ২২ দশমিক ৯ শতাংশ হবে’ (২৪ এপ্রিল ২০২৫-প্রথম আলো) । তাইলে কোন জায়গাটার পরিবর্তন এই সরকার করছে আমাকে বলতে পারেন?


চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৯ মাস (জুলাই-মার্চ) শেষে রাজস্ব ঘাটতি বেড়ে ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকা দাঁড়িয়েছে। যেখানে অর্থবছরের আট মাস (জুলাই-ফেব্রুয়ারি) রাজস্ব লক্ষ্যমাত্রার তুলনায় ৫৮ হাজার কোটি টাকার বেশি পিছিয়ে ছিল রাজস্ব জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। (২০ এপ্রিল ২০২৫-অর্থসংবাদ)


অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম পাঁচ মাসে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে সরকারের মোট ব্যয় হয়েছে ৮ হাজার ৭১২ কোটি টাকা।


আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে এ ব্যয় ১০ কোটি টাকা বেড়ে ৮ হাজার ৭২২ কোটি টাকায় দাঁড়ায়। প্রতি মাসে এ বাবদ গড়ে ১ হাজার ৭৪৪ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। আসুন দেখি, এই ব্যয় বাড়ার সাথে সাথে ফলাফল কি পেয়েছি আমরা।


পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে খুন, অপহরণ, চুরি, ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে মোট ৫ হাজার ৮৬২টি। এর মধ্যে অপহরণের ঘটনা ঘটেছে ৩২৯টি।


খুনের ঘটনা ঘটেছে ১ হাজার ৫৪৫টি। সেই সঙ্গে ছিনতাই ও চুরির মতো অপরাধও বেড়েছে এ সময়ে। এ সময়ের মধ্যে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে যথাক্রমে ৩ হাজার ১৫৩ ও ৬২৩টি। (৪ মার্চ ২০২৫ বনিক বার্তা)।


মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) হিসাবে, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত গণপিটুনিতে অন্তত ১১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৭৪ জন।


গত ১০ বছরে গণপিটুনিতে মোট ৭৯২ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি গণপিটুনির ঘটনা ঘটেছে ২০২৪ সালে।


গত বছর এ ধরনের ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছেন’(১৮ মে ২০২৫-ডিডাব্লিউ) । অর্থাত এক্ষেত্রেও অন্তর্বর্তীকালীন সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে।


ফ্রম ভেরি বিগেনিং ওনারা ভুল পথে হাটা শুরু করেছেন। ওনাদেরকে বারে বারে সতর্ক করেলেও ঠিক আওয়ামী লীগের মতোই সবটাই ইগনোর করেছেন।


প্রধান উপদেষ্টা ছাত্রদের সাথে নিয়ে রিসেট বাটন পুশ করছেন। ইনক্লুসিভের নামে জামায়াতে ইসলামীসহ অতি-দক্ষীণপন্থীদের কোলের মধ্যে নিয়েছেন। আওয়ামী লীগের বিরোধিতা করতে যেয়ে ৭১ এর বিপরিতে দাঁড় করিয়েছেন।


২৪ এর গণঅভ্যূত্থানে ব্যক্তি পর্যায়ে সবচেয়ে বড় বেনিফিসিয়ার প্রধান উপদেষ্টা নিজে। শেখ হাসিনা উৎক্ষাত না হলে এই সময়ে নিশ্চিতভাবেই তিনি কারাগারে থাকতেন।


তার বিপরিতে এখন কি ঘটেছে? তাঁর নামে মামলাগুলি হয় তিনি প্রত্যাহার করিয়েছেন নতুবা বাতিল। অর্থাৎ মামালাগুলির একটিও স্বাভাবিক বিচারিক প্রক্রিয়াতে মিমাংসিত হয় নাই।


পিএসপি লাইসেন্স পেয়েছে গ্রামীণ টেলিকম। রবি, বাংলালিংকের মতো একাধিক প্রতিষ্ঠানের পিএসপি লাইসেন্স পাওয়ার আবেদন দীর্ঘদিন ফাইলবন্দি হয়ে আছে। (২৯ এপ্রিল ২০২৫-ডেইলি স্টার)।


গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামে জনশক্তি রপ্তানির লাইসেন্স নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে দেওয়া একমাত্র লাইসেন্স (২০ মার্চ ২০২৫-কালবেলা)।


গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন পেয়েছে। যার বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য হিসেবে আছেন প্রধান উপদেষ্টার ছোটো ভাই মুহাম্মদ ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ। (২৯ এপ্রিল ২০২৫-কালেরকন্ঠ)।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা করেছেন গ্রামীণ ব্যাংকের সাবেক পরিচালক নূরজাহান বেগমকে। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা: বিধান চন্দ্র রায় প্রধান উপদেষ্টার স্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক।


ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিনিয়র সচিব পদমর্যাদায় এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করা হয়েছে।


নিজের ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে গত বছরের ১৩ আগস্ট উপপ্রেস সচিব পদে নিয়োগ দেন প্রধান উপদেষ্টা। যিনি আবার গণমাধ্যম সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাহীন।


অধ্যাদেশ সংশোধন করে গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ২৫% থেকে কমিয়ে ১০% আনা হয়েছে। গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা মওকুফ করা হয়েছে।


সহস্রাধিক মানুষ জীবন দিলো, হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করলো সেই একই শাসন চিত্র দেখার জন্য?


একদিকে সরকারের এই অবস্থা অন্যদিকে তাদের সমর্থনপুষ্ট রাজনৈতিক দল এনসিপি আর বৈছাআ নেতাদের কোটি কোটি টাকা লুটপাট! কি চমৎকার কম্বিনেশন! হোয়াট এ ফিল!!


গার্মেন্টস কর্মীরা যমুনা পর্যন্ত পৌঁছাইতে পারেনা; আর হাসনাতরা দেওয়াল ঘেসে দাাঁড়াই! আপনার লজ্জা করেনা! ছি! ছি! ইউনূস ছি!



এ পাতার আরও খবর

ট্রাম্প G7 থেকে আগেই ফিরে আসলেন ইরান সংকট মোকাবিলায় ট্রাম্প G7 থেকে আগেই ফিরে আসলেন ইরান সংকট মোকাবিলায়
যুদ্ধ নয়, কূটনীতিই হোক পথ যুদ্ধ নয়, কূটনীতিই হোক পথ
ইরানে হামলা হলে পারমাণবিক বিপর্যয়ের হুঁশিয়ারি দিল রাশিয়া ইরানে হামলা হলে পারমাণবিক বিপর্যয়ের হুঁশিয়ারি দিল রাশিয়া
জায়নবাদ ও মার্কিন, বিট্রিশ সাম্রাজ্যবাদীদের পতন সন্নিকটে - আহম্মেদ শাকিল জায়নবাদ ও মার্কিন, বিট্রিশ সাম্রাজ্যবাদীদের পতন সন্নিকটে - আহম্মেদ শাকিল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ হ্যাডামওয়ালা নেতার কাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ হ্যাডামওয়ালা নেতার কাহিনী
গোপন সফর, দ্ব্যর্থহীন ভাষা ও প্রশ্নবিদ্ধ স্বচ্ছতা: খলিলুর রহমানের যুক্তরাষ্ট্র যাত্রা কী ইঙ্গিত দিচ্ছে? গোপন সফর, দ্ব্যর্থহীন ভাষা ও প্রশ্নবিদ্ধ স্বচ্ছতা: খলিলুর রহমানের যুক্তরাষ্ট্র যাত্রা কী ইঙ্গিত দিচ্ছে?
সরকারি স্বীকৃতি: ঢাকা-আরাকান আর্মির সাক্ষাৎ অব্যাহত সরকারি স্বীকৃতি: ঢাকা-আরাকান আর্মির সাক্ষাৎ অব্যাহত
গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
গুম কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন: ভুক্তভোগীদের অভিযোগে ভরছে আস্থা সংকট গুম কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন: ভুক্তভোগীদের অভিযোগে ভরছে আস্থা সংকট
গণমাধ্যমের স্বাধীনতা পেতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা প্রয়োজন : ফখরুল গণমাধ্যমের স্বাধীনতা পেতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা প্রয়োজন : ফখরুল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)