সোমবার, ২৬ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » অবরোধের মধ্যেই এসএসসি পরীক্ষা, হরতালে পিছোবে
অবরোধের মধ্যেই এসএসসি পরীক্ষা, হরতালে পিছোবে
![]()
পক্ষকাল প্রতিবেদক : ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের মধ্যেই আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর হরতাল হলে সেদিনকার পরীক্ষা পিছিয়ে যাবে। অবরোধের মধ্যে অনুষ্ঠিত পরীক্ষাগুলোয় শিক্ষার্থীদের নিরাপত্তা দেবে প্রশাসন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এরকমই জানা গেছে।
সূত্র বলছে, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা বিএনপির অবরোধের মধ্যেই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে হরতালের দিনগুলোর পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে। অবরোধের মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসা-যাওয়ার নিরাপত্তা বিধান করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের শীর্ষ নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির তরফে শিগগিরই অবরোধ কর্মসূচি প্রত্যাহারের কোনো সম্ভাবনা না থাকায় আপাতত পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
পরীক্ষা না পেছানোর বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার সচিবালয়ে বলেন, ‘পরীক্ষার সব প্রস্তুতি শেষ। এখন সরকারের প্রত্যাশা, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এসএসসি পরীক্ষার সময় বিএনপি অবরোধ তুলে নেবে। তাদের অবরোধের তো কোনো সময়সীমা নেই। তাই আমরা যে পরীক্ষা পিছিয়ে দেব, তারও তো কোনো উপায় নেই। যথাসময়েই পরীক্ষা নিতে হবে। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।’
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, বুধবার ১০ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও সচিব নজরুল ইসলাম খান বৈঠক করবেন। সেখানে অবরোধের মধ্যেও পরীক্ষা সম্পন্ন করতে বিভিন্ন দিক-নির্দেশনা দেওয়া হবে। তবে পরীক্ষা শুরুর দিন ২ ফেব্রুয়ারি সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের পক্ষ থেকে হরতাল ডাকা হলে অবশ্য পরীক্ষা পিছিয়ে যাবে। সেক্ষেত্রে রুটিনে নির্ধারিত পরবর্তী পরীক্ষার দিন থেকে পরীক্ষা শুরু হবে। তবে এসএসসি পরীক্ষা যত এগিয়ে আসছে, পরীক্ষার্থী ও অভিভাবকদের শঙ্কা তত বাড়ছে।




জুলাই যোদ্ধা লামিয়ার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুর্নগঠন।
সেন্ট মার্টিন : পরিবেশ না মানুষ—কাকে বেছে নেবে রাষ্ট্র?
বিভুরঞ্জন সরকার হেরে যাওয়া এক মধ্যবিত্ত বাঙালী বাবার গল্প
সবচেয়ে প্রতিনিধিত্বশীল পরিষদ: মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি “প্রতিরোধ পর্ষদ”
গবেষণা ও প্রকাশনায় স্বতন্ত্র কণ্ঠ: ছাত্র সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানালেন তন্বি
রাকসু নির্বাচন ২০২৫: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ শুরু ২৪ আগস্ট
জাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা: সভা-সমাবেশ নিষিদ্ধ, সেনা মোতায়েনের আবেদন
ডাকসু নির্বাচনে ছাত্রদলের ২৭ সদস্যের প্যানেল ঘোষণা
বাংলাদেশের ছাত্ররাজনীতির নতুন জাগরণ: গণতান্ত্রিক সংগ্রামের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়