সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » কালীগঞ্জে আন্তঃজেলা ইজিবাইক চুরির ৫ সদস্যকে আটক করেছে থানা পুলিশ
কালীগঞ্জে আন্তঃজেলা ইজিবাইক চুরির ৫ সদস্যকে আটক করেছে থানা পুলিশ
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) প্রতিনিধি ঃ
গাজীপুরের কালীগঞ্জে আন্তঃজেলা ৫ জন সক্রিয় ইজিবাইক চোর সরদারকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ বলে সংবাদ পাওয়া গেছে। আটককৃত ওই ৫ চোর সরদারকে সোমবার বিকেলে আদালতে প্রেরন করে পুলিশ। পরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। আটককৃত আন্তঃজেলা সক্রিয় চোর সদস্যরা হলো- গাইবান্ধা জেলার লক্ষীপুর থানার মাষ্টার পাড়া এলাকার সাদা মিয়ার ছেলে মো. নাজমুল মিয়া, গাজীপুর জেলার কালীগঞ্জের ঈশ্বরপুর গ্রামের মৃত ্ আব্দুলের ছেলে মো. আলমগীর, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দিলালপুর গ্রামের মৃত আহাম্মদ মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর, ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সাততি এলাকার মো. শামসুল হকের ছেলে মো. মঞ্জু মিয়া, জামালপুর উপজেলার বকুনজা গ্রামের মৃত হোসেন মন্ডলের ছেলে মো. দুখু মিয়া। তাদেরকে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম মিজানুল হক জানান, দীর্ঘদিন যাবত যাত্রীবেশেসহ বিভিন্ন কৌশলে কালীগঞ্জ উপজেলর বিভিন্ন জায়গায় রিক্সা, অটোরিক্সা,ইজিবাইক, সিএনজি চুরি-ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটে চলছে। গত ১১ ফেব্রুয়ারী কালীগঞ্জ উপজেলার খলাপাড়া এলাকা থেকে যাত্রীবেশে নজরুলের বাড়ির ভাড়াটিয়ার ইজিবাইক কৌশলে ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকরীরা। তারই সুত্র ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই ৫ চোরকে আটক করা হয়েছে।