রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » অ্যাস্টন ভিলাকে গুঁড়িয়ে ম্যানসিটির দুর্দান্ত জয়
অ্যাস্টন ভিলাকে গুঁড়িয়ে ম্যানসিটির দুর্দান্ত জয়
![]()
পক্ককাল নিউজ
ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুরে অ্যাস্টন ভিলার মুখোমুখি পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যানসিটির জার্সিতে একটি করে গোল করেন রাহিম স্টার্লিং, কেভিন ডি ব্রুইনা ও ইলকাই গুনদোগান। তবে শেষ দিকে ফার্নান্দিনহো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সিটি।
এদিন প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলকে লিড পাইয়ে দেন স্টার্লিং। গাব্রিয়েল জেসুসের পাসে কোনাকুনি শটে গোলটি করেন এই তারকা মিডফিল্ডার। ৬৫ মিনিটে বেলজিয়াম তারকা ডি ব্রুইনার ক্রসে ব্যবধান দ্বিগুণ হয়। আর ৭০ মিনিটে গুনদোগানের গোলে বড় জয় নিশ্চিত হয় দলটির। ৮৭ মিনিটে ফার্নান্দিনহো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সিটি। লিগে এ জয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ফিরলো ম্যানসিটি।




উয়েফাকে সালাহ: ‘কোথায়, কীভাবে এবং কেন মারা গেলেন, সেটা বলবেন?’
নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাঘিনীদের নাটকীয় জয়
শিলংয়ে অনুশীলনে বাংলাদেশের ফুটবল দল৷ ছবি: বাফুফে
চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত
বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল
চোখের জলে মেসির বিদায়
অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল
পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের