
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » খেলাধুলা » উয়েফাকে সালাহ: ‘কোথায়, কীভাবে এবং কেন মারা গেলেন, সেটা বলবেন?’
উয়েফাকে সালাহ: ‘কোথায়, কীভাবে এবং কেন মারা গেলেন, সেটা বলবেন?’
খেলাধুলা ডেস্ক
‘ফিলিস্তিনি পেলে’ হিসেবে পরিচিত ফুটবলার সুলাইমান আল-ওবাইদের মৃত্যুতে উয়েফার দেওয়া শোকবার্তার তীব্র সমালোচনা করেছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। উয়েফা আল-ওবাইদের প্রতি শ্রদ্ধা জানালেও তার মৃত্যুর কারণ, স্থান বা পরিস্থিতি নিয়ে নীরব থাকায় এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মোহাম্মদ সালাহ ও সুলাইমান আল-ওবাইদ
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) নিশ্চিত করেছে, ৪১ বছর বয়সী সুলাইমান আল-ওবাইদ ফিলিস্তিন জাতীয় দলের সাবেক সদস্য ছিলেন। গত বুধবার গাজা উপত্যকার দক্ষিণে মানবিক সহায়তার জন্য অপেক্ষারত বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি হামলায় তিনি নিহত হন।
তার মৃত্যুতে উয়েফা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি সংক্ষিপ্ত শোকবার্তা প্রকাশ করে। সেখানে বলা হয়, ‘সুলাইমান আল-ওবাইদ একজন প্রতিভাবান খেলোয়াড় ছিলেন, যিনি অন্ধকার সময়েও অসংখ্য শিশুকে আশার আলো দেখিয়েছেন।’
এই সংক্ষিপ্ত শোকবার্তায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহ প্রশ্ন তোলেন, ‘সুলাইমান আল-ওবাইদ কোথায়, কীভাবে এবং কেন মারা গেলেন-সেটা বলবেন?’
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সালাহর এই মন্তব্যের পর উয়েফার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
৩৩ বছর বয়সী মোহাম্মদ সালাহ ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম প্রভাবশালী খেলোয়াড়। তিনি আগেও গাজায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করার আহ্বান জানিয়েছিলেন এবং চলমান সংঘাতে সৃষ্ট মানবিক সংকট নিয়ে নিয়মিত উদ্বেগ প্রকাশ করে আসছেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত মে মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত মানবিক সহায়তা ব্যবস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হ