শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

Daily Pokkhokal
রবিবার, ৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » খেলাধুলা » চোখের জলে মেসির বিদায়
প্রথম পাতা » খেলাধুলা » চোখের জলে মেসির বিদায়
১২৪৯ বার পঠিত
রবিবার, ৮ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চোখের জলে মেসির বিদায়

---

লিওনেল মেসি বার্সেলোনায় থাকছেন না। খবরটা পুরনো। কাগজ কলমে দুপক্ষের বিচ্ছেদ হয়েছে আগেই। তবে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে আজ রোববার বার্সেলোনার ঘরের মাঠ নু ক্যাম্পে সংবাদ সম্মেলন হাজির হলেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর।
তার বিদায়ী সংবাদ সম্মেলনেই তৈরি হলো আবেঘন পরিবেশ। এসেই কান্নায় ভেঙে পড়লেন কাতালান এ সুপারস্টার। চোখের পানি মুছতে সহায়তার হাত বাড়িয়ে দিলেন স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জো।
২১ বছরের একটা অধ্যায় শেষ করে দিয়ে মেসি বলেন, ‘আমার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে কয়েক বছর পর। এখানে ফিরে আসব। এটা আমার বাড়ি। আমার ঘর। আমি বার্সেলোনায় থাকতে চেয়েছি। এটাই আমার পরিকল্পনা ছিল। এবং আজ আমি বিদায় বলতে চাই যেখানে পুরো জীবনটা কাটিয়েছি।’
[8/8, 4:49 PM] Md. Nazrul Islam: মেসি বলেছেন, ‘অনেক কিছুরই সম্ভাবনা আছে। কিন্তু এই মুহূর্তে কোনো কিছুই নিশ্চিত নয় কারো সঙ্গে। ক্লাব থেকে যখন আনুষ্ঠানিকভাবে জানানো হলো। আমি অনেক ফোন কল পেয়েছি। অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে। কিন্তু এখন, আমি কোনো কিছুর কাছেই নেই। আমরা অনেক বিষয় নিয়েই কথা বলছি।’

বলা হচ্ছে পিএসজিতে নাম লেখাতে পারেন মেসি। এনিয়ে বলছিলেন, ‘দেখুন, পিএসজি একটা সম্ভাবনা। তবে সত্যি বলতে আজ পর্যন্ত কারও সঙ্গেই কিছু চূড়ান্ত হয়নি।’
বার্সা ছেড়ে কোথায় নতুন ঠিকানা গড়ছেন? উত্তরে মেসি বলেন কোনো কিছুই এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, ‘অনেক কিছুরই সম্ভাবনা আছে। কিন্তু এই মুহূর্তে কোনো কিছুই নিশ্চিত নয় কারো সঙ্গে। ক্লাব থেকে যখন আনুষ্ঠানিকভাবে জানানো হলো। আমি অনেক ফোন কল পেয়েছি। অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে। কিন্তু এখন, আমি কোনো কিছুর কাছেই নেই। আমরা অনেক বিষয় নিয়েই কথা বলছি।’
গুঞ্জন রটেছে পিএসজিতে পাজি জমাচ্ছেন মেসি। এনিয়ে তারকা এ ফরওয়ার্ড বলেন, ‘দেখুন, পিএসজি একটা সম্ভাবনা। তবে সত্যি বলতে আজ পর্যন্ত কারও সঙ্গেই কিছুই চূড়ান্ত হয়নি।’



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)