নেইমারকে ছবি থেকে বের করে দিলেন এমবাপ্পে!
পক্ষকাল সংবাদ-
দলের তারকা ফুটবলার নেইমারকে ধাক্কা দিলেন আরেক তারকা ফুটবলার এমবাপ্পে! ত্রফি দে চ্যাম্পিয়ন্স জেতার পর সেলিব্রেশনের সময় এই কাণ্ড ঘটালেন ফরাসি ফুটবলার। আর তার জেরে ট্রফি নেওয়ার পর পিএসজি’র ছবি থেকে বাদ পড়ে গেলেন নেইমার। আর এই নিয়েই শুরু হয়েছে নয়া জল্পনা।
যদিও পরে নেইমারের পাশে বসেই সেলফি তোলেন এমবাপ্পে। ফাইনালে রেনেকে তারা হারাল ২–১ ব্যবধানে। ১৩ মিনিটের মাথায় আদ্রিয়েন হুনোউয়ের গোলে এগিয়ে যায় রেনে। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের ম্যাচে এমবাপ্পেই সমতা ফেরান। পিএসজি’র জয়সূচক গোল ডিমারিয়ার। তিনি ৭৩ মিনিটে গোল করেন।
নির্বাসনের শাস্তি চলায় এই ম্যাচে খেলতে পারেননি নেইমার। কিন্তু জেতার পর সতীর্থ মার্কো ভেরাত্তি জোর করে নেইমারকে দলের হুল্লোড়ের মধ্যে টেনে নিয়ে আসেন। গ্রুপ ছবি তোলার সময় নেইমার একেবারে ধারে দাঁড়ান। তখনই এমবাপ্পে তাকে প্রায় ধাক্কা দিয়ে সেখান থেকে বার করে দেন!





উয়েফাকে সালাহ: ‘কোথায়, কীভাবে এবং কেন মারা গেলেন, সেটা বলবেন?’
নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাঘিনীদের নাটকীয় জয়
শিলংয়ে অনুশীলনে বাংলাদেশের ফুটবল দল৷ ছবি: বাফুফে
চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত
বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল
চোখের জলে মেসির বিদায়
অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল
পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের