শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

Daily Pokkhokal
রবিবার, ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » বিনোদন » বন্ধুর চেয়ে একটুখানি বেশি
প্রথম পাতা » বিনোদন » বন্ধুর চেয়ে একটুখানি বেশি
৩৯৯ বার পঠিত
রবিবার, ৪ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্ধুর চেয়ে একটুখানি বেশি

পক্ষকাল সংবাদ-

বর্তমানে বলিউডে তারকাদের মধ্যে বেশ সুসম্পর্ক লক্ষ্য করা যায়। উঠতি অনেক তারকাকেই প্রায়ই বিভিন্ন পার্টিতে একসঙ্গে আড্ডা দিতে দেখা যায়।

কিন্তু বর্তমানে বেশ কয়েকজন জুটি রয়েছেন যারা নিজেদের পরস্পরের বন্ধু বলে পরিচয় দিয়ে থাকেন। কিন্তু বলিপাড়ায় কান পাতলে শোনা যায় ভিন্ন কথা। তাদের সম্পর্কটা শুধুই বন্ধুর মধ্যে সীমাবদ্ধ নেই বরং বন্ধুর চেয়ে একটুখানি বেশি।

অর্জুন কাপুর-মালাইকা আরোরা: বর্তমানে বলিউডে অন্যতম আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। শুরু থেকেই নিজেদের পরস্পরের বন্ধু বলে দাবি করে আসছেন তারা। কিন্তু তাদের ঘনিষ্ঠতা দেখে কারো বুঝতে বাকি নেই, ডুবে ডুবে জল খাচ্ছেন। এমনকী বিয়ের পরিকল্পনাও নাকি করছেন তারা। যদিও এখন তাদের প্রেমের বিষয়টি আকার-ইঙ্গিতে প্রকাশ করছেন এ জুটি। তবে এখনো বিয়ের পরিকল্পনা করেননি বলে তাদের দাবি।

রণবীর কাপুর-আলিয়া ভাট: রণবীর কাপুরকে যদি ‘বলিউডের ক্যাসিনোভা’ বলা হয়, তাহলে সম্ভবত ভুল হবে না। এক সময় দীপিকা পাড়ুকোনের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন। এরপর ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু এই সম্পর্কগুলো টেকেনি। এখন আলিয়া ভাটের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নিয়মিত চর্চা হচ্ছে। তাদের বিয়ে নিয়েও চলছে গুঞ্জন। এখনো নিজেদের প্রেমিক যুগল বলতে কিছুটা সংকোচবোধ করেন তারা। বরং দুজন পরস্পরের খুব ভালো বন্ধু বলতেই সাচ্ছন্দ্যবোধ করেন।

টাইগার শ্রফ ও দিশা পাটানি: এই জুটির প্রেম নিয়ে গুঞ্জনও বেশ পুরোনো। একসঙ্গে প্রায়ই নৈশভোজ বা বিভিন্ন জায়গায় দেখা যায় তাদের। কিন্তু প্রেম করছেন একথা কখনো স্বীকার করেননি তারা। কিন্তু সকলের ধারণা— তাদের বন্ধুত্বতা বন্ধুর চেয়ে একটুখানি বেশি।

ফারহান আখতার-শিবানি ডাণ্ডেকার: আধুনা ভবানির সঙ্গে ২০১৭ সালে ফারহান আখতারের বিচ্ছেদ হয়। এরপর টিভি সঞ্চালিকা ও অভিনেত্রী শিবানি ডাণ্ডেকারের সঙ্গে ফারহানের প্রেমের গুঞ্জন চাউর হয়। তাদের বাগদান ও বিয়ে নিয়েও চলছে জোর গুঞ্জন। কিন্তু এখনো পরস্পরকে বন্ধু হিসেবেই পরিচয় দিতে চান তারা। এমনকী প্রেমের সম্পর্কের ব্যাপারেও মুখে কুলুপ এঁটেছেন এ জুটি।

শ্রদ্ধা কাপুর-রোহান শ্রেষ্টা: বলিপাড়ায় জোর গুঞ্জন, আগামী বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসবেন আশিকি-টু অভিনেত্রী। তারকা ফটোগ্রাফার রোহান শ্রেষ্টাকে বিয়ের পরিকল্পনা করছেন তিনি। দীর্ঘ নয় বছর তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক। পারিবারিকভাবেও তারা পরিচিত। তবে এখনো বিয়ে নিয়ে এ জুটির আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

পরিণীতি চোপড়া-চরিত দেশাই: দীর্ঘদিনের প্রেমিক চরিত দেশাইকে নাকি বিয়ের পরিকল্পনা করছেন পরিণীতি চোপড়া। খুব শিগগির তাদের বিয়ে হবে। ২০১৬ সালে ড্রিম ট্যুরে গিয়ে চরিতের সঙ্গে পরিণীতির পরিচয়। এরপরই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এছাড়া নিক জোনাস ও প্রিয়াঙ্কার বিয়েতেও উপস্থিত ছিলেন চরিত। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা একটি ছবিও পোস্ট করেন সেখানে পরিণীতির সঙ্গে চরিতকে পোজ দিতেও দেখা গেছে। ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি।’



এ পাতার আরও খবর

‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা
সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে : আইএসপিআর সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে : আইএসপিআর
চরপাড়া টাইমস প্রকাশিত:  প্রতিবেদক: কলমচোর কুদ্দুস চরপাড়া টাইমস প্রকাশিত: প্রতিবেদক: কলমচোর কুদ্দুস
সম্পাদকীয় নিবন্ধ “সামাজিক ব্যবসা” রাষ্ট্রের বিকল্প নয়, গণতন্ত্রের বিকল্প নয় বরং এটি অপশাসনের নতুন মুখোশ সম্পাদকীয় নিবন্ধ “সামাজিক ব্যবসা” রাষ্ট্রের বিকল্প নয়, গণতন্ত্রের বিকল্প নয় বরং এটি অপশাসনের নতুন মুখোশ
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭- ইউক্রেনের হামলায়রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজ ধ্বংস ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭- ইউক্রেনের হামলায়রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজ ধ্বংস
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার
শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়? শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?
‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান? ‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?
ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ
শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)