চঞ্চল-মমর দাম্পত্য জীবন কলহের গল্প
পক্ষকাল সংবাদ-
ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও জাকিয়া বারী মম। একসঙ্গে তারা বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। আলাদা করে অভিনয় করেছেন রুপালি পর্দায়ও। দুজনেই বাগিয়ে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই দুই অভিনয়শিল্পী আবার এক হয়েছেন ছোটপর্দায়। ‘নব্বই দিন’ নামের একটি নাটকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাদের।
দাম্পত্য কলহের গল্প নিয়ে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন রতন হাসান। এখানে চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন সালমান চরিত্রে এবং মম রয়েছেন দিশা চরিত্রে। ইতোমধ্যে শুটিং শেষ হয়েছে। নাটকটি ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে বলে জানান পরিচালক রতন হাসান।
নাটকের গল্পে দেখা যাবে, দিশা ও সালমানের সংসার জীবনের শেষ দুইবছর বেশ টানাপড়েন হয়। এক পর্যায়ে তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ডিভোর্স কার্যকর হতে সময় লাগবে তিন মাস। এই সময়ের মধ্যে ডিভোর্স বাতিল করে তারা আবার এক হতে চান। প্রস্তাবটা আসে সালমানের দিক থেকে। দিশাও রাজি হন। চলে শেষ চেষ্টা।
দিশা ও সালমান একসঙ্গে না থাকলেও বুঝতে পারেন, তারা একে অপরকে ভীষণ মিস করেন। কেউই তা প্রকাশ করেন না। তবে শেষ পর্যন্ত কি তারা আবার এক ছাদের নিচে আসবেন, তা দেখতে অপেক্ষা করতে হবে ঈদের তৃতীয় দিন পর্যন্ত এবং চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়।





‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা
সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে : আইএসপিআর
চরপাড়া টাইমস প্রকাশিত: প্রতিবেদক: কলমচোর কুদ্দুস
সম্পাদকীয় নিবন্ধ “সামাজিক ব্যবসা” রাষ্ট্রের বিকল্প নয়, গণতন্ত্রের বিকল্প নয় বরং এটি অপশাসনের নতুন মুখোশ
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭- ইউক্রেনের হামলায়রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজ ধ্বংস
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার
শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?
‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?
ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ
শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি