শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
সোমবার, ৫ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকা অচল করার আহ্বান তারেকের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকা অচল করার আহ্বান তারেকের
৩৪৯ বার পঠিত
সোমবার, ৫ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা অচল করার আহ্বান তারেকের

পক্ষকাল প্রতিবেদক : আন্দোলন গতিশীল করে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য রাজধানী ঢাকাকে অচল করে দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘আগে যেমন ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, তেমনি ৫ জানুয়ারি ঢাকার এক স্থান থেকে অন্য স্থানের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে ঢাকাকে অচল করে দিতে হবে। কীভাবে সেটি সম্ভব, তার জন্য কী প্রয়োজন, তা বিএনপির নেতা-কর্মীরা জানে।’

আন্দোলন সফল না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়তে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

বাংলাদেশ সময় রোববার গভীর রাতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা ও কালো দিবস’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

বিএনপি দেশের গণতন্ত্র ফেরাতে আন্দোলন করছে জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন চালিয়ে নিতে হবে। ঢাকাসহ সারা দেশে আন্দোলন গতিশীল করতে হবে। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ঘরে ফেরা যাবে না।’
---
আন্দোলন চলাকালে দেশ ও সাধারণ জনগণের যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দেন তারেক রহমান।

‘গণতন্ত্র পুনরুদ্ধারকে’ আন্দোলনের লক্ষ্য বিবেচনা করতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, ‘গন্তব্যে পৌঁছাতে ঝড়-বৃষ্টি আসতে পারে। কিন্তু লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত থামা যাবে না।’

সারা দেশের মানুষকে সম্পৃক্ত করে আন্দোলন বেগবান করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীদের বলতে চাই, আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হবে। যে আন্দোলন শুরু হয়েছে তাতে নেতৃত্ব দিতে হবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘পাকবন্ধু’ ‘রাজাকার’ বলার পর এবার ‘দুর্নীতিবাজ’ হিসেবে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ‘শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা চাননি। বরং তিনি স্বাধীন বাংলাদেশে দুর্নীতি সূচনা করে কলুষিত হয়েছেন।’

আইটি সেক্টর ও কুইক রেন্টালের মাধ্যমে আওয়ামী লীগ হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘দুর্নীতি, সাগর-রুনি হত্যাকাণ্ড, ইলিয়াস আলী, চৌধুরী আলম, হেফাজত নেতা-কর্মীদের হত্যার জন্য শেখ হাসিনার বিচার করা হবে।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের ‘অনৈতিক’ কাজের জন্য বিচারের মুখোমুখি হতে হবে জেনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না বলে মন্তব্য করেন তারেক রহমান।

বিচার বিভাগের সমালোচনা করে তিনি বলেন, ‘যে বিচারপতি একটি রাজনৈতিক দলের নেতার কবর জিয়ারত করে আদালতে তার আদর্শ বাস্তবায়নের কথা বলে, তার কাছ থেকে ন্যায় বিচার আশা করা যায় না। ওই বিচারপতির অধীনে যারা বিচার কাজ পরিচালনা করবেন, তাদের দ্বারা সঠিক বিচার করা সম্ভব হবে কি না তা প্রশ্নসাপেক্ষ ব্যাপার।’

পুলিশ বাহিনীকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, ‘আপনাদের সুযোগ-সুবিধা দিয়ে সরকার গদি রক্ষা করছে। কিন্তু দেশের মানুষ আপনাদের ওপর তাকিয়ে আছে। তাদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিতে হবে। আর কতো গুলি চালাবেন। আকুল আবেদন এই অবস্থান থেকে সরে আসুন।’

তারেক রহমান তার বক্তব্যে মুক্তিযুদ্ধে বিদেশিদের সম্মাননা স্বর্ণের ক্রেস্ট নিয়ে দুর্নীতি, পদ্মা সেতুতে দুর্নীতিসহ ক্ষমতাসীন সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন।



এ পাতার আরও খবর

গুজরাটে ইতিহাস গড়া অভিযান: এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার গুজরাটে ইতিহাস গড়া অভিযান: এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার
জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলা অন্ধকারে জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলা অন্ধকারে
তারেক রহমানের সম্ভাব্য প্রধানমন্ত্রীত্ব এবং জাতীয় ও আন্তর্জাতিক হিসাব-নিকাশ তারেক রহমানের সম্ভাব্য প্রধানমন্ত্রীত্ব এবং জাতীয় ও আন্তর্জাতিক হিসাব-নিকাশ
আমি যে যন্ত্রণার কথা বলছি তা কেবল গুম হওয়া ব্যক্তির নয় - পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থার প্রতিচ্ছবি। আমি যে যন্ত্রণার কথা বলছি তা কেবল গুম হওয়া ব্যক্তির নয় - পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থার প্রতিচ্ছবি।
গুমসহ মানবতাবিরোধী অপরাধের বিচার সরকারের অগ্রাধিকার তালিকায় : আইন উপদেষ্ গুমসহ মানবতাবিরোধী অপরাধের বিচার সরকারের অগ্রাধিকার তালিকায় : আইন উপদেষ্
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’
“” “”"একটি হারানো বিজ্ঞপ্তি”"”
বান্দরবানে জলকেলি উৎসবে আরাকান আর্মি, বিতর্কের ঝড় বান্দরবানে জলকেলি উৎসবে আরাকান আর্মি, বিতর্কের ঝড়
রাখাইন রাজ্যে বিশেষ অভিযান নিয়ে সিআইএ-কে অবহিত করতে ওয়াশিংটনে বাংলাদেশের ডিজিএফআই প্রধান! রাখাইন রাজ্যে বিশেষ অভিযান নিয়ে সিআইএ-কে অবহিত করতে ওয়াশিংটনে বাংলাদেশের ডিজিএফআই প্রধান!
বিএনপি সিপিবি-বাসদের রুদ্ধদ্বার বৈঠক।। বিএনপি সিপিবি-বাসদের রুদ্ধদ্বার বৈঠক।।

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)