শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » ছাত্র-শ্রমিক সংহতি দিবসে শহীদ শাজাহান সিরাজের প্রতি জাসদের শ্রদ্ধা নিবেদন
ছাত্র-শ্রমিক সংহতি দিবসে শহীদ শাজাহান সিরাজের প্রতি জাসদের শ্রদ্ধা নিবেদন
পক্ষকাল সংবাদঃ ছাত্র-শ্রমিক সংহতি দিবস
আজ ২২ ডিসেম্বর ছত্রা-শ্রমিক সংহতি দিবস। ১৯৮৪ সালের ২২ ডিসেম্বর সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশন চত্বরে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আহুত ৪৮ ঘন্টার শ্রমিক-ধর্মঘট এবং ১৫ দল, ৭ দল, ছাত্র সংগ্রাম পরিষদ সমর্থিত ৪৮ ঘন্টার হরতালে পিকেটিং করতে গিয়ে তৎকালীন বিডিআর বাহিনীর লক্ষ্যভেদী গুলিবর্ষনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও জাসদ সমর্থিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ নিহত হন।
শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একজন ছাত্রের আত্মত্যাগ ইতিহাসের অনন্য ঘটনা। এ ঘটনার পরবর্তী বছর থেকে দেশের প্রগতিশীল রাজনৈতিক দল, ছাত্র ও শ্রমিক সংগঠনসমূহ ২২ ডিসেম্বর ছাত্র-শ্রমিক সংহতি দিবস হিসাবে পালন করে আসছে।
![]()
ছাত্র-শ্রমিক সংহতি দিবসে শহীদ শাজাহান সিরাজের প্রতি জাসদের শ্রদ্ধা নিবেদন
সমাজতন্ত্রকে সংবিধানের পাতা থেকে জীবনের পাতায় প্রতিফলনের জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে : হাসানুল হক ইনু
ছাত্র-শ্রমিক সংহতি দিবসে আজ ২২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০:৩০ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবং সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় যুব জোট, জাতীয় শ্রমিক জোট, জাতীয় নারী জোটের নেতৃবৃন্দ শহীদ শাজাহান সিরাজের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, শওকত রায়হান, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সহ-সভাপতি সাইফুজ্জামান বাদশা, শাজাহান সিরাজ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আইয়ূব আলী খান, জাতীয় নারী জোটের সৈয়দা শামীমা সুলতানা হ্যাপী, ঢাকা মহানগর পূর্ব জাসদের সধারণ সম্পাদক এ কে এম শাহ আলম, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি ইদ্রিস ব্যাপারী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবীব শামীম প্রমূখ।
মাল্যদান শেষে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, শহীদ শাজাহান সিরাজের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শ্রমিক-গরীবের অধিকার প্রতিষ্ঠা করতে হলে সমাজতন্ত্রকে সংবিধানের পাতা থেকে জীবনের পাতায় প্রতিফলনের জন্য সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, জঙ্গিবাদ দমন করে শান্তি স্থিতিশীলতা বজায় রাখা, যথা সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার জাতীয় রাজনৈতিক সংগ্রামের মধ্যেই শ্রমিক-গরীবের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামও এগিয়ে নিতে হবে। তিনি বলেন, বিএনপি-জামাত ধর্মের নামে জনগণের মধ্যে ভাগাভাগি, রক্তারক্তি, খুনাখুনি, অশান্তির যে রাজনীতি করছে তা শুধু বর্জন না, সমুলে উৎপাটন করতে হবে। হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে যেন আর কোন দিন সামরিক সরকার, অস্বাভাবিক সরকার, রাজাকারের সরকার না আসে তার জন্য গণতান্ত্রিক দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি-মহল-ব্যাক্তিকে সতর্ক থাকতে হবে।




আব্দুর রাজ্জাকের মতামত :পতনের পর আত্মসমালোচনার সময়
হাসিনা ফ্যাসিস্ট নন, বরং প্রতিশ্রুতিতে ব্যর্থ গণতান্ত্রিক শাসক” — তসলিমা নাসরীন
“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে
জুলাই যোদ্ধা লামিয়ার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুর্নগঠন।
সেন্ট মার্টিন : পরিবেশ না মানুষ—কাকে বেছে নেবে রাষ্ট্র?
. ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিস্ট শাসনের উচ্ছেদ জনগণের আত্মত্যাগমার্কিন সাম্রাজ্যবাদের অধীনস্থ হওয়ার জন্য নয় -জাতীয় গণফ্রন্ট
আগামী কাল বাংলাদেশ ইনকিলাব পার্টির বিক্ষোভ সমাবেশ
ঝালকাঠি-২ আসনে জনপ্রিয়তার শীর্ষে জীবা আমিনা