শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » জেলার খবর » সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট ইউনিটের অফিস জবর-দখলের চেষ্টা
প্রথম পাতা » জেলার খবর » সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট ইউনিটের অফিস জবর-দখলের চেষ্টা
২৯৭ বার পঠিত
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট ইউনিটের অফিস জবর-দখলের চেষ্টা

---
পক্ষকাল প্রতিবেদক  : নিয়মনীতির তোয়াক্কা না করে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের অফিস জবর-দখলের চেষ্টা ও চেয়ারম্যান পদে দায়িত্ব বুঝে নিতে দৌড়ঝাপ শুরু করেছে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, নিয়ম অনুযায়ী তিনি সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পাবেন। কিন্তু অফিস দখল বা এখানে অফিস করার কোন নিয়ম বা বিধিমালা নেই।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের তালাবদ্ধ অফিসের সামনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের কিছু অতি উৎসাহী উৎশৃঙ্খল কর্মীরা পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশির নেতৃত্বে জড়ো হয় এবং তালা ভেঙ্গে অফিস দখলের চেষ্টা চালায়। এসময় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র পক্ষে কিছু দলীয় নেতাকর্মীরা এটাকে প্রতিহত করেন। এ ধরনের অবৈধ ভাবে অফিস দখল করার চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোন্সা আরা, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. মুনসুর আহমেদ, রেড ক্রিসেন্ট ইউনিট সাতক্ষীরার আজীবন সদস্য ও জেলা শ্রমিকলীগের সহ সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠুসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের জেলা ইউনিট অফিসার আতিকুল ইসলাম জানান, জোর পূর্বক আমাকে এমপি সাহেব ছুটি দিয়েছেন বা অফিসে আসতে নিষেধ করা হয়েছে বলে আমার নামে যে সব বক্তব্য দুইটি পত্রিকায় প্রকাশ করেছে তা সঠিক নয়। এসব সম্পুর্ন্ন মিথ্যা ও বানোয়াট। আমি কারও কাছে ঐ ধরনের বক্তব্য দেয়নি।
এব্যাপারে জেলা পষিদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, রেড ক্রিসেন্ট ইউনিটে যাওয়ার ব্যাপারে ইউনিট অফিসার আতিকুল ইসলামকে মৌখিক ভাবে জানিয়ে ছিলাম। আর আতিকুল ইসলাম আমাকে জানিয়েছিল তাকে ছুটিতে পাঠানো হয়েছে।
এব্যাপারে জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নজরুল ইসলাম রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হবেন, এটা সঠিক। তবে রেড ক্রিসন্টে ইউনিটের সেক্রেটারী শেখ নুরুল হক বা ভাইস চেয়ারম্যান ও সাতক্ষীরা ০২ আসনের আমাদের এমপি মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরায় থাকাবস্থায় চিঠি প্রদানের মাধ্যমে নিয়ম মোতাবেক আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব বুঝে নিবেন। কিন্তু তিনি অফিস বন্ধের পর তার লোকজন সেখানে গিয়ে সভা-সমাবেশ করা ঠিক হয়নি।
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি (নজরুল ইসলাম) এ জেলার রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হবেন পদাধিকারবলে। তাই বলে, অফিস দখল করে এখানে তাকে বসতে হবে বা অফিস করতে হবে এ ধরনের কোন বিধি নেই। এছাড়া তার নামে ঋণ খেলাপি মামলা রয়েছে। যেটা আদালতে প্রক্রিয়াধিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে যারা রাজনীতি করে তারা কখনও নিজ  দল ও দলের মানুষদের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দলের মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনা। যে সকল ষড়যন্ত্রকারীরা সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় দখল করার পায়তারা চালাচ্ছে আমি তাদের বিরুদ্ধে কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা ব্যক্তি স্বার্থে সুবিধাভোগের জন্য বাংলাদেশ আওয়ামীলীগের সুনাম নষ্ট করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাড়ানোর আহবান জানান। যারা দলের মধ্যে বিভেদ ও আন্তঃ কোন্দল সৃষ্টি করে তারা কখনও প্রতিষ্ঠান ও দলের ভালো চাইনা। তিনি আরো বলেন, আমি সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য হিসেবে জেলা পরিষদের উপদেষ্টা। কিন্তু অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, এখনও পর্যন্ত আমাকে সৌজন্যতা দেখানো হয়নি এমনকি কোন বিষয়ে আমাকে আমন্ত্রণ জানানো হয়নি। আর জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জোরপূর্বক রেড ক্রিসেন্ট ইউনিট দখলের পায়তারা চালাচ্ছে। যারা নিয়ম নীতির তোয়াক্কা না করে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেয় তারা কখনও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারেনা। যারা ভালো কাজ করে তাদের বিরুদ্ধেও সমালোচনা হয়। ষড়যন্ত্র করে দল ও মানুষের ভালোবাসা পাওয়া যায়না এবং ষড়যন্ত্রকারীরা বেশিদিন টিকে থাকেনা। আসুন দলের মানুষদের নিয়ে কাঁদা ছোড়া-ছুড়ি না করে বাংলাদেশ আওয়ামীলীগের সুনাম অক্ষুর্ন্ন রেখে সকল ভেদাভেদ ভুলে দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীদের এ ধরনের প্রতিহিংসা ও আক্রোশমূলক আচরণে সাতক্ষীরার সচেতন মহল এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।



এ পাতার আরও খবর

রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বরিশাল সোনালী ব্যাংক: দুর্নীতিতে জর্জরিত, গোপালের পথে হাটছেন জিএম মাহমুদুল হক বরিশাল সোনালী ব্যাংক: দুর্নীতিতে জর্জরিত, গোপালের পথে হাটছেন জিএম মাহমুদুল হক
সাংবাদিকতা নিয়ন্ত্রণ করা কোন সংগঠনের কাজ নয়: বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকতা নিয়ন্ত্রণ করা কোন সংগঠনের কাজ নয়: বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
ওটরা ইউনিয়ন এর জনগণের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার আসাদুজ্জামান সুজনের ওটরা ইউনিয়ন এর জনগণের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার আসাদুজ্জামান সুজনের
উজিরপুরে ইয়াবা গডফাদার বাবু মুন্সিকে গ্রেফতার দাবি উজিরপুরে ইয়াবা গডফাদার বাবু মুন্সিকে গ্রেফতার দাবি
গণহত্যার বিচার কার্যকর করতে উজিরপুর বাসী কে  ঐক্যবদ্ধ থাকতে হবে - আহম্মেদ শাকিল। গণহত্যার বিচার কার্যকর করতে উজিরপুর বাসী কে ঐক্যবদ্ধ থাকতে হবে - আহম্মেদ শাকিল।
আগামী কাল বাংলাদেশ ইনকিলাব পার্টির বিক্ষোভ সমাবেশ আগামী কাল বাংলাদেশ ইনকিলাব পার্টির বিক্ষোভ সমাবেশ
ঝালকাঠি-২ আসনে জনপ্রিয়তার শীর্ষে জীবা আমিনা ঝালকাঠি-২ আসনে জনপ্রিয়তার শীর্ষে জীবা আমিনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)