বেনাপোলে ১৫ পিস সোনার বার সহ আটক ২
আমিনুর রহমান তুহিন,(শার্শা বেনাপোল) প্রতিনিধি: ভারতে পাচারকালে বেনাপোল ছোটআচড়া এলাকা থেকে শনিবার সকালে ১৫ টি সোনার বারসহ ২ জন স্বর্ন চোরাচালানিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটককৃতরা হচ্ছে, যশোরের শার্শা উপজেলার কৃওীপুর গ্রামের নুর ইসলামের ছেলে মো: শামীম হোসেন (৩০) ও বেনাপোলের নারায়নপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে হোসেন আলী(২৮)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে: কর্নেল খবির উদ্দিন যানান, বিপুল পরিমান সোনা ছোটআচড়া হয়ে সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঐ এলাকায় অভিযান চালিয়ে ২ জন পাচারকারীকে আটক করে।
পরে তার দেহ তল্লাশী করে ২ কেজি ওজনের ১৫ টি সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৬০ লাখ টাকা বলে বিজিবি জানায়।
উদ্ধার করা সোনা বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।