শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলাধুলা » ‘প্লিজ আমাকে সালাউদ্দিন ভাই নয়, প্রেসিডেন্ট বলুন’
প্রথম পাতা » খেলাধুলা » ‘প্লিজ আমাকে সালাউদ্দিন ভাই নয়, প্রেসিডেন্ট বলুন’
৩৩১ বার পঠিত
শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘প্লিজ আমাকে সালাউদ্দিন ভাই নয়, প্রেসিডেন্ট বলুন’

---
ডেস্ক পক্ষকাল ঃ
দেশের ফুটবল উন্নয়নে চার বছরের বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছেন বাফুফে সভাপতি ও কিংবদন্তী ফুটবলার কাজী সালাউদ্দিন। শনিবার দুপুরে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনের প্রথম দিকে বাফুফের নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার পর ছিল প্রশ্ন উত্তর পর্ব। এ পর্বের শেষ দিকে দুই একজন সাংবাদিকদের প্রশ্নবাণে মেজাজ হারিয়ে ফেলেন বাফুফে সভাপতি।সাংবাদিকদের করা একের পর এক প্রশ্নের বেশ ভালোই জবাব দিচ্ছিলেন তিনি। কিন্তু প্রশ্ন পর্ব যেন শেষই হচ্ছিলো না। এ অবস্থায় বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আর একটা প্রশ্ন নেওয়া হবে। এরপরই চটে যান প্রিন্ট মিডিয়ার একজন জুনিয়র সাংবাদিক। ক্ষিপ্ত হয়ে বলতে থাকেন, ‘না আরও প্রশ্ন আছে। গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স। আরো কিছু জিজ্ঞাসা করার আছে।’

বস্তুত এই সাংবাদিকের কথাতেই বিরক্ত হন সালাউদ্দিন। বলেন,‘ না, এভাবে আপনি বলতে পারেন না। আমি আপনাদের অনেক সময় দেই। আজও ৫ ঘণ্টা সময় দিয়েছি। আপনাদের সম্মান করি। তাই বলে আপনি এভাবে বলতে পারেন না।’

এরপরই টিভি চ্যানেলের একজন জুনিয়র রিপোর্টার প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে যান এবং সালাউদ্দিন ভাই বলে সম্বোধন করেন। তাতে আরো চটে যান এ কিংবদন্তি ফুটবলার। প্রশ্নকারীকে থামিয়ে দিয়ে বলেন,‘ সালাউদ্দিন ভাই নয়, আমাকে প্রেসিডেন্ট বলুন।’ পরে কোনো সম্বোধন ছাড়াই অবশ্য প্রশ্ন করেন ঐ টিভি রিপোর্টার।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)