শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ১৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » বিনোদন | সম্পাদক বলছি » ব্রাজিলে চাকরির জন্য মেয়েদের কুমারীত্বের পরীক্ষা!
প্রথম পাতা » বিনোদন | সম্পাদক বলছি » ব্রাজিলে চাকরির জন্য মেয়েদের কুমারীত্বের পরীক্ষা!
৪৯৩ বার পঠিত
বুধবার, ১৬ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাজিলে চাকরির জন্য মেয়েদের কুমারীত্বের পরীক্ষা!

---পক্ষকাল সংবাদ ঃ
বর্তমান বিশ্বিও এমন চাকরি রয়েছে, যে চাকরিতে কোন মেয়ে যোগ দানের আগে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে যাচাই করে দেখা হয়, মেয়েটি কুমারী কী-না! জানা যায়, ব্রাজিলের সাও পাওলোতে কোন মেয়ে যদি শিক্ষকতার পেশায় যুক্ত হতে চান, তাহলে ডাক্তারি সার্টিফিকেটের মাধ্যমে তাকে আগে প্রমাণ করতে হয় যে, তিনি সক্রিয় যৌন জীবন-যাপন করছেন না।

তবে এই সার্টিফিকেট পেতে হলে মেয়েদের সরকারের দ্বারা স্বীকৃত কোন স্ত্রীরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ হতে হয়।

সাধারণত ডাক্তারি পরীক্ষায় প্যাপ স্মেয়ার টেস্টের মাধ্যমে চাকরি প্রার্থী মেয়েদের পরীক্ষা করা হয়। এই পরীক্ষার সময়ে স্পেকুলাম নামক যন্ত্রের মাধ্যমে যোনিমুখকে বিবর্ধিত করে জরায়ুমুখ থেকে কোষের ক্ষুদ্র অংশ পরীক্ষার জন্য কেটে নেওয়া হয়।

ফলে এই পরীক্ষা মেয়েদের জন্য শুধু যে অবমাননাকর তা নয়, শারীরিকভাবেও যন্ত্রণাদায়ক।এই ব্যাপারে দেশটির প্রশাসনের দাবি, এই পরীক্ষার মাধ্যমে আসলে যাচাই করে দেখা হয়, যিনি শিক্ষকতার কাজে যুক্ত হচ্ছেন, তিনি শারীরিকভাবে সুস্থ কী-না।

তিনি অন্তত ২০ বছর নিরবচ্ছিন্নভাবে এই চাকরি করে যেতে পারবেন কিনা। তিনি নিয়মিত স্কুলে বা কলেজে উপস্থিত থাকতে পারবেন কী-না। যদিও মানবতাবাদী এবং নারীবাদী সংগঠনগুলি এই যুক্তি মানতে একেবারে নারাজ।

তাদের বক্তব্য, এই পরীক্ষা একটি মেয়ের স্বাধীনতা ও সম্মানে সরাসরি হস্তক্ষেপ।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)