শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ | রাজনীতি » বিদেশি জঙ্গিদের প্রতিহত করার পদক্ষেপ সম্পর্কে জানতে চায় যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ | রাজনীতি » বিদেশি জঙ্গিদের প্রতিহত করার পদক্ষেপ সম্পর্কে জানতে চায় যুক্তরাষ্ট্র
২৬৪ বার পঠিত
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশি জঙ্গিদের প্রতিহত করার পদক্ষেপ সম্পর্কে জানতে চায় যুক্তরাষ্ট্র

---
পক্ষকাল ডেস্কঃ ঙ্গি সংগঠন বা সন্ত্রাসবাদে যুক্ত বিদেশি জঙ্গিদের প্রতিহত করার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নে বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ-সংক্রান্ত যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক পত্র পাওয়ার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২১৭৮ নম্বর প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া বাংলাদেশ সরকার খতিয়ে দেখছে। প্রস্তাবটি বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও সরকার বিবেচনা করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বিদেশি যোদ্ধাদের প্রতিহত করতে ২০১৪ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়। গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর যুক্তরাষ্ট্র এক অনানুষ্ঠানিক চিঠিতে এ নিয়ে বাংলাদেশের সর্বশেষ পদক্ষেপ সম্পর্কে জানতে চায়। ওই চিঠিতে দেশটি জানতে চেয়েছে ইতিমধ্যে সন্ত্রাসবাদে যুক্ত বিদেশি জঙ্গিদের (এফটিএফ-ফরেন টেররিস্ট ফাইটার) মধ্যে বাংলাদেশ ছেড়ে যাওয়া কিংবা ফেরত লোকের সংখ্যা কতজন? বিদেশে সন্ত্রাসবাদে যুক্ত এ যোদ্ধাদের নজরদারির প্রক্রিয়া এবং তাদের কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটিও জানতে চাওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তা পরিষদের ২১৭৮ নম্বর প্রস্তাবটি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্যের কোনো ঘাটতি আছে কি না, তাও জানতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদেশে সন্ত্রাসবাদে যুক্ত হয়ে কতজন দেশ ছেড়ে গেছেন কিংবা ওই তৎপরতায় যুক্ত কেউ দেশে ফিরেছেন কি না, এ ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে সুস্পষ্ট বা প্রামাণিক কোনো তথ্য নেই।

যদিও বিভিন্ন দেশি-বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ থেকে কোনো কোনো ব্যক্তির সিরিয়া বা ইরাক যাওয়ার খবর বেরিয়েছে। সিরিয়াতে আইএসের পক্ষে লড়াই করতে গিয়ে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন, এমন অন্তত দুজন বাংলাদেশির নাম-পরিচয় গণমাধ্যমে এসেছে। এ ছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের কেউ কেউ ওই সব দেশ থেকেই সিরিয়া গেছেন। নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত তামিম চৌধুরী কানাডা থেকে নব্য জেএমবির সঙ্গে জড়িয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা গত সপ্তাহে এই প্রতিবেদককে বলেন, তখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক চিঠির কোনো জবাব দেওয়া হয়নি। তবে গত ২১ আগস্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে গঠিত জাতীয় কমিটির বৈঠক হয়। পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে ওই বৈঠকে সন্ত্রাসবাদে যুক্ত বিদেশি যোদ্ধাদের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিকের কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত কোনো ব্যক্তির সরাসরি বাংলাদেশ থেকে সিরিয়ায় যাওয়ার নজির নেই। বিভিন্ন দেশে গিয়ে এসব লোকের সিরিয়ায় যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। যেমন সুজিত দেবনাথ নামে বাংলাদেশের এক তরুণ জাপানে গিয়ে ধর্মান্তরিত হয়ে মোহাম্মদ সাইফুল্লাহ ওজাকি নাম ধারণ করেন। এরপর জাপান থেকে সিরিয়ায় যান। সম্প্রতি নারায়ণগঞ্জে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরী ওই দেশে জঙ্গিবাদে জড়ান। তিনি গুলশান হামলার অন্যতম সমন্বয়কারী ছিলেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন দেশের কাছ থেকে জঙ্গিদের বিষয়ে তথ্য সংগ্রহ করি এবং বিনিময় করি। কার্যকরভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের জন্য এ ধরনের তথ্য আদান-প্রদান আমরা ভবিষ্যতে বজায় রাখতে চাই।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সন্ত্রাসবাদে যুক্ত বিদেশি যোদ্ধাদের ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা পরিষদের ২১৭৮ নম্বর প্রস্তাবে সন্ত্রাস দমনের কাঠামোর পরিধি বাড়ানো হয়েছে। আর প্রস্তাব মেনে চলার ব্যাপারে জাতিসংঘের সদস্য দেশগুলোর বাধ্যবাধকতা আছে। এ প্রসঙ্গটি উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সংশ্লিষ্ট পরিপত্র হালনাগাদ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে নিরাপত্তা পরিষদের ২১৭৮ নম্বর প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। ওই বৈঠকে সংঘাতপূর্ণ এলাকায় বিদেশি সন্ত্রাসীদের আন্তর্জাতিক যাতায়াত জরুরি ভিত্তিতে রোধের জন্য নিরাপত্তা পরিষদ জাতিসংঘের সব সদস্য দেশের সহযোগিতা চায়। বৈঠকে আইএস, আল-নুসরা ফ্রন্ট, আল-কায়েদা এবং আল-কায়েদা থেকে বের হয়ে আসা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনে বিভিন্ন দেশের জঙ্গিদের যোগদান ও সমর্থন বন্ধের তাগিদ দেওয়া হয়।

নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী সদস্য দেশীয় আইন ও বিধি হালনাগাদ করা, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনে যুক্ত হওয়ার জন্য কোনো সন্ত্রাসীর নিজেদের দেশ থেকে বের হওয়া, কোনো দেশকে জঙ্গিদের ট্রানজিট হিসেবে ব্যবহার প্রতিরোধের পাশাপাশি তাদের বিচারের বাধ্যবাধকতা আছে।

প্রস্তাবে সন্ত্রাসে যুক্ত বিদেশি যোদ্ধাদের যাতায়াত প্রতিহত করতে বিমানবন্দরের পাশাপাশি স্থল ও সমুদ্রবন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদারের কথা বলা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের তদন্তের তথ্যবিনিময়, আন্তর্জাতিক ও স্থানীয় আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া পরিচালনায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রস্তাব রয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আমাদের জাতীয় তথ্যভান্ডার সমৃদ্ধ নয়। তাই তথ্যভান্ডারটি সমৃদ্ধ করতে হলে তা প্রতিনিয়ত হালনাগাদ করতে হবে। এটি করা হলে সন্ত্রাস ও জঙ্গি দমনের পদক্ষেপ নেওয়া আমাদের জন্য সহজ হবে।’

তিনি বলেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোতে বাংলাদেশের কতজন নাগরিক যুক্ত হয়েছে, সে ব্যাপারে প্রমাণভিত্তিক কোনো তথ্য আছে বলে পরিস্কার ধারণা পাওয়া যায় না। কারণ সরকারের সংস্থাগুলো বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যার কথা উল্লেখ করেছে।

মুনীরুজ্জামান মনে করেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ কার্যকরভাবে দমনের স্বার্থে বিভিন্ন দেশের সঙ্গে তথ্য আদান-প্রদানের প্রক্রিয়া সক্রিয় রাখা জরুরি।



এ পাতার আরও খবর

গুমের বিচার নয়, গুমই এখন পুঁজি: ইউনুস সরকার ও কমিশনের মুখোশ উন্মোচন গুমের বিচার নয়, গুমই এখন পুঁজি: ইউনুস সরকার ও কমিশনের মুখোশ উন্মোচন
সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট জব্দের আদেশ সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট জব্দের আদেশ
চান্দাবাজি খুন ধর্ষন আহা বাংলাদেশ চান্দাবাজি খুন ধর্ষন আহা বাংলাদেশ
আসিফ তুমি এখন ইয়া নফছি ইয়া নফসি কর অপরাধের মাত্রা ছাড়িয়ে গিয়েছো আসিফ তুমি এখন ইয়া নফছি ইয়া নফসি কর অপরাধের মাত্রা ছাড়িয়ে গিয়েছো
বাংলাদেশ আই সিটি ট্রাইব্যুনাল ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার ওয়ারেন্ট জারি করল বাংলাদেশ আই সিটি ট্রাইব্যুনাল ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার ওয়ারেন্ট জারি করল
কয়েক’শ কৌটি টাকার মালিক রাজউক অফিস সহায়ক দেলোয়ার’র খুঁটির জোর কোথায়? কয়েক’শ কৌটি টাকার মালিক রাজউক অফিস সহায়ক দেলোয়ার’র খুঁটির জোর কোথায়?
হযরত শাহজালাল বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগে গুলির ম্যাগাজিন, উপদেষ্টা দাবি ‘অনিচ্ছাকৃত ভুল’ হযরত শাহজালাল বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগে গুলির ম্যাগাজিন, উপদেষ্টা দাবি ‘অনিচ্ছাকৃত ভুল’
মালয়েশিয়ায় ইসলামি জঙ্গিবাদে জড়িত ৩৬ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় ইসলামি জঙ্গিবাদে জড়িত ৩৬ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
ইউরোপে “নতুন ন্যুরেমবার্গ”: পুতিনকে যুদ্ধাপরাধে বিচারের প্রস্তুতি ইউরোপে “নতুন ন্যুরেমবার্গ”: পুতিনকে যুদ্ধাপরাধে বিচারের প্রস্তুতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)