শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
সোমবার, ৯ মে ২০১৬
প্রথম পাতা » খেলাধুলা » বিগ ব্যাশে মুস্তাফিজকে নিয়ে তিন দলের কাড়াকাড়ি!
প্রথম পাতা » খেলাধুলা » বিগ ব্যাশে মুস্তাফিজকে নিয়ে তিন দলের কাড়াকাড়ি!
৩২৪ বার পঠিত
সোমবার, ৯ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিগ ব্যাশে মুস্তাফিজকে নিয়ে তিন দলের কাড়াকাড়ি!

---

পক্ষকাল ওয়েভঃ পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ইংলিশ কাউন্টি - এর পর যে অবধারিত ভাবেই মুস্তাফিজুর রহমানের সামনে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিগ ব্যাশের দরজা খুলে যাবে সেটা অনুমিতই ছিল। আর হলও তাই!

বাংলাদেশের বাঁ-হাতি এই পেসারকে দলে পাওয়ার জন্য উঠেপড়ে লেগেছে তিন দল - মেলবোর্ন রেনেগেডজ, সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার্স। এমন তথ্য দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বিষয়ক শীর্ষস্থানীয় গণমাধ্যম ক্রিকেট.কম.এইউ।

আসন্ন ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বিগ ব্যাশের ষষ্ঠ আসরের ফিক্সচার এখনও চূড়ান্ত না হলেও এরই মধ্যে দলগুলো নিজেদের ঘর গুছিয়ে নিতে শুরু করেছে। আটটা দলের মধ্যে কেবল মেলবোর্ন স্টার্সই দু্’জন বিদেশি খেলোয়াড়ের কোটা পূরণ করে ফেলেছে। সেই দু’জন হলেন ইংল্যান্ডের লুক রাইট ও কেভিন পিটারসেন।

বাকি সাত দলের কমপক্ষে একজন করে বিদেশি খেলোয়াড় এখনও দরকার। আর সেদিক থেকে কাটার মাস্টার মুস্তাফিজকে পাওয়ার দৌড়ে এখন অবধি সবচেয়ে এগিয়ে আছে মেলবোর্ন রেনেগেডজ।

কারণ, এই দলের পরিচালক হিসেবে কাজ করছেন আইপিএলে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ টম মুডি। তাদের দলের দুই বিদেশি খেলোয়াড় কোটায় কেউই এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও, দলটি আশা করছে ওয়েস্ট ইন্ডিয়ান অল রাউন্ডার ডোয়াইন ব্রাভোকে পাবে তারা।

এর সাথে এবার ২০ বছর বয়সী মুস্তাফিজকে যোগ করতে চাইছে তারা। আর সেটা করার ক্ষেত্রে টম মুডিকে প্রধান ভরসা মনে করছে দলটি।

সর্বশেষ মৌসুমে দলের পারফরম্যান্স সন্তোষজনক ছিল না। দলের কোচ ডেভিড সাকেরও এবার দলে একজন বিদেশি বোলার নিতে মরিয়া। দ্য এজ পত্রিকাকে তিনি এ ব্যাপারে বলেন, ‘সত্যি কথা বলতে আমরা একজন বিদেশি বোলার নিতে চাই।’

ক’দিন আগেই মুস্তাফিজকে ‘লিটল জিনিয়াস’ বলেছিলেন তার সানরাইজার্স সতীর্থ মোজেস হেনরিক্স। বিগ ব্যাশে এই মোজেসই সিডনি সিক্সার্সের অধিনায়ক। তারাও আগ্রহী মুস্তাফিজের ব্যাপারে। দলের দুটি বিদেশি খেলোয়াড় কোটার একটাও এখনও পূরণ হয়নি।

এদিকে, সিডনি থান্ডার্সের সাবেক অধিনায়ক ও বর্তমানে ম্যানেজারের দায়িত্বে থাকা মাইক হাসি আইপিএলের ধারাভাষ্যকক্ষে বসে ‍মুস্তাফিজকে পরখ করে নেয়ার সুযোগ পাচ্ছেন। জানা গেছে, এই সিডনি থান্ডার্সের রাডারেও আছেন মুস্তাফিজ। সেক্ষেত্রে আসন্ন মৌসুমে তিনি জুটি বাঁধবেন ওয়েস্টি ইন্ডিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের সাথে। থান্ডার্স চাইছে কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসের অভাব এক বোলিং দিয়েই পুষিয়ে দেবেন মুস্তাফিজ।

এদিকে পার্থ স্কর্চার্সেরও দুটি বিদেশি খেলোয়াড় কোটার একটাও পূরণ হয়নি। আর হোবার্ট, অ্যাডিলেড আর ব্রিসবেন দলে একটা করে জায়গা খালি আছে বিদেশি খেলোয়াড়দের জন্য।

মুস্তাফিজকে এবার বিগ ব্যাশে খেলে ফেললে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সম্মানজনক এই আসরে খেলার সুযোগ পাবেন। সাকিব বিগ ব্যাশের দ্বিতীয় ও চতুর্থ আসরে যথাক্রমে খেলেছেন অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডজের হয়ে।

ক্রিকেট মাঠে মুস্তাফিজের কীর্তির কথা বার বার বলতে বলতে ক্লিশে হয়ে গেছে। মার্চে বিশ্বকাপের মঞ্চে তিনি র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২২ রান দিয়ে পেয়েছিলেন পাঁচ উইকেট।

এবারের আইপিএলেও ১৩ উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী আন্দ্রে রাসেল ও মিশেল ম্যাকক্লেনাঘানের পরেই অবস্থান করছেন। তার ইকোনমি রেট মোটে ৬.১৫ - সর্বনিম্ন ১০ ওভার বল করা বোলারদের মধ্যে যেটা সর্বনিম্ন।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)