
শনিবার, ৯ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » » আগামীকাল নবনির্মিত কারাগার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল নবনির্মিত কারাগার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
পক্ষকাল প্রতিনিধি: আগামিকাল উদ্বোধন হবে নবনির্মিত ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার- কেরানীগঞ্জ’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। কারাগারটির কিছু কাজ বাকি থাকলেও কাল উদ্বোধন হচ্ছে ।কারা মহাপরিদর্শক বলছেন, এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে প্রায় ৮০ ভাগ। বাকি কাজটুকু শেষ হবে আগামী বছরের জুনের মধ্যে।
এদিকে অপরাধ বিজ্ঞানীদের মত, কারাগারকে গড়ে তোলা উচিত সংশোধনাগার হিসেবে। সে হিসেবে, নতুন তৈরি হওয়া এই স্থাপনাটিকে কর্তৃপক্ষ সেই উদ্দেশ্য পূরণের উর্বর ক্ষেত্র হিসেবে বিবেচনা করতেই পারেন।ঢাকা-মাওয়া মহাসড়ক ধরে যেতে হাতের বায়ে চোখে পড়ে বিশাল এক স্থাপনা। প্রায় দুশো একর জায়গা জুড়ে নির্মিত এই কারাগারের বন্দি ধারণ ক্ষমতা প্রায় ৮ হাজার। রোববার এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে কারণেই চলছে শেষ সময়ের প্রস্তুতি।
বন্দিদের ৮টি ভবনের মধ্যে ৬টির কাজ পুরোপুরি শেষ, বাকি দুটির কাজও শেষের পথে। অন্যান্য সব কিছুরমতো তৈরি হয়েছে ফাঁসির মঞ্চও।
উদ্বোধনের পর এ মাসের মধ্যেই নাজিমুদ্দিন রোডের কারাগার থেকে সব বন্দিকে নতুন কারাগারে নিয়ে আসা হবে-এমনটি বলছেন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দীন।
এদিকে নবনির্মিত কারাগারটিকে শোধনাগার হিসেবে গড়ে তোলার কথা বলছেন অপরাধ বিজ্ঞানীরা। অবশ্য কর্তৃপক্ষের মত, এ ব্যাপারে ভাবছেন তারাও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জিয়া রহমান বলেন, কারা সংশ্লিষ্টদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। তাদের বিশ্বের উন্নত কারাগারগুলো পরিদর্শনের ব্যবস্থা করা, কারাগারগুলো যে সং শোধনাগারে পরিণত করা যায় আমাদের সে দিকেই যেতে হবে।
বন্দি স্থানান্তরের পর নাজিমুদ্দির রোডের কারাগারটি রূপান্তরিত হবে কারা যাদুঘরে। এতে থাকবে ‘বঙ্গবন্ধু ও ৪ নেতার জাদুঘর, পার্ক, কারা কল্যাণ কেন্দ্র এবং প্রশিক্ষণ কেন্দ্র। জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় নিরাপত্তার স্বার্থে ৮০র দশকে এটি স্থানান্তরের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।