বিজয়ের মাসে ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’
![]()
পক্ষকাল প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হয়েছে দেশাত্ববোধক গানের মিশ্র অডিও অ্যালবাম ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’। অ্যালবামটির গানে কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমাতউল্লাহ্, খায়রুল আনাম শাকিল, সাদী মহম্মদ, লাকী আখন্দ, সুবীর নন্দী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, মহিউজ্জামান চৌধুরী ময়না, মানাম আহমেদ, এস.আই.টুটুল, সামিনা চৌধুরী, পঞ্চম, ঝুমা খন্দকার ও শারমিন সাথী।
অ্যালবামটিতে গানের কথা লিখেছেন- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, ড. মনিরুজ্জামান, গোলাম মোর্শেদ, নঈম গওহর, কাওসার আহমেদ চৌধুরী, আবু ওমরাহ মোহাম্মদ ফখরুদ্দীন, কবি আজিজুর রহমান, মাহফুজুর রহমান মাফু। গানগুলোর সুর করেছেন- লাকী আখন্দ, আলাউদ্দিন আলী, ধীর আলী মিঞা ও নিপো।
সর্বমোট ১৪টি গান দিয়ে এই অ্যালবামটিতে সাজানো হয়েছে। অ্যালবামটি বাজারে এনেছে প্রযোজনা ও পরিবশনা প্রতিষ্ঠান লেজার ভিশন।
লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম জানান, দেশের গানের এই অ্যালবামটিতে দেশের কয়েকজন প্রতিথযশা কণ্ঠশিল্পী গান গেয়েছেন। সবাই অত্যন্ত আন্তরিকতার সহিত দেশের গানগুলেতে কন্ঠ দিয়েছেন। আশাকরি গানগুলো দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে।
অ্যালবামটির উল্লেখযোগ্য কয়েকটি গান হলো- ‘একি অপরূপ রূপে মা তোমার, ‘আমি ভালবাসি এই বাংলাকে, ‘জন্ম আমার ধন্য হলো’, ‘ও আমার বাংলা মা তোর’, ‘ও আমার দেশের মাটি’, ‘স্বাধীনতা তোমাকে নিয়ে’, ‘আমার সোনার বাংলা’ ইত্যাদি।





‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা
সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে : আইএসপিআর
চরপাড়া টাইমস প্রকাশিত: প্রতিবেদক: কলমচোর কুদ্দুস
সম্পাদকীয় নিবন্ধ “সামাজিক ব্যবসা” রাষ্ট্রের বিকল্প নয়, গণতন্ত্রের বিকল্প নয় বরং এটি অপশাসনের নতুন মুখোশ
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭- ইউক্রেনের হামলায়রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজ ধ্বংস
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার
শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?
‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?
ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ
শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি