শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

Daily Pokkhokal
রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশের রক্তে মিশে আছে ফুটবল-তথ্যমন্ত্রী
প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশের রক্তে মিশে আছে ফুটবল-তথ্যমন্ত্রী
২৫৮ বার পঠিত
রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের রক্তে মিশে আছে ফুটবল-তথ্যমন্ত্রী

---
২৮ ফেব্র“য়ারি, ২০১৬ পক্ষকাল প্রতিবেদকঃ
‘আমি তখন ইস্ট এন্ড এ খেলি। গোলরক্ষক। দ্বিতীয় বার লক্ষ্য করে ছুটে আসছে মোহামেডানের প্রতাপ হাজরার লক্ষ্যভেদী রঙধনু বাঁকা শট। চকিতে হাতের তালু ছুঁয়ে গোলবারের ওপর দিয়ে পার করে দেই সেই অব্যর্থ বল’- ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে এভাবেই খেলোয়াড় জীবনের কথা স্মরণ করলেন হাসানুল হক ইনু।

রবিবার দুপুরে রাজধানীর মোহামেডান স্পোটিং কাব মিলনায়তনে ‘ফুটবলের রাজা’সহ তিনটি চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বললেন, ‘ফুটবল বাংলাদেশের রক্তে মিশে আছে। বিলাসহীন সহজলভ্য এই খেলা জনসাধারণের খেলা।’

স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তী অধিনায়ক জাকারিয়া পিন্টুর জীবননির্ভর ফুটবলের রাজা চলচ্চিত্রটি বাংলাদেশের ফুটবলকে পুনর্জীবন দিতে বড় ভূমিকা রাখবে, এ প্রত্যাশা ব্যক্ত করে হাসানুল হক ইনু বলেন, ‘জাকারিয়া পিন্টু ইতিহাসের একজন সেরা স্টপার ব্যক। তিনি ১৯৫৭ সালে ইস্ট  এন্ড কাব থেকে ফুটবল জীবন শুরু করে মোহামেডান থেকে অবসর নেন, আমিও তাই। তবে আমি খেলা শুরু করি ১৯৬৮ সালে।’
চলচ্চিত্রকার আশরাফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন মোহামেডান স্পোটিং কাব এর ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এবং প্রখ্যাত ফুটবলার মোঃ জাকারিয়া পিন্টু।

জাকারিয়া পিন্টু তার বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, ‘কিশোর বয়সে আমার খেলা দেখে বঙ্গবন্ধু বলেছিলেন-তুই বড় ফুটবলার হবি। শুধু তাই নয়, বঙ্গবন্ধু আমার পিতাকে শপথ করিয়েছিলেন যে, তিনি আমাকে ফুটবল খেলতে দেবেন। সেই প্রেরণাই আমাকে এ পর্যায়ে এনেছে।’অনুষ্ঠানে দর্পণ মুভিজ প্রযোজিত `ফুটবলের রাজা’, স্বপ্নছোঁয়া মাল্টিমিডিয়া প্রযোজিত `অনেক ভালোবাসি তোমায়’ এবং প্রান্তী কথাচিত্র প্রযোজিত `মনে প্রাণে তুমি’ -তিনটি চলচ্চিত্রের শুভ মহরত ঘোষণা করেন তথ্যমন্ত্রী। তরুণ পরিচালক বীর-জান চলচ্চিত্র তিনটির উপদেষ্টা পরিচালকের দায়িত্ব পালন করেছেন।



এ পাতার আরও খবর

চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত
ইউনিভার্সাল  রেকর্ড ফর্মে প্রথম বাংলাদেশ হিসেবে ইউনিভার্সাল বুকেনাম। অন্তর্ভুক্ত করলেন সুইজারল্যান্ড প্রবাসী গ্র্যান্ডমাস্টার কারাতে ডক্টর মোহা : গোলাম জাকারিয়া ইউনিভার্সাল রেকর্ড ফর্মে প্রথম বাংলাদেশ হিসেবে ইউনিভার্সাল বুকেনাম। অন্তর্ভুক্ত করলেন সুইজারল্যান্ড প্রবাসী গ্র্যান্ডমাস্টার কারাতে ডক্টর মোহা : গোলাম জাকারিয়া
প্রেমজিত সেন ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন থেকে  বহিষ্কারের পর ও বাংলাদেশের সেমিনারে আসলেন প্রেমজিত সেন ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন থেকে বহিষ্কারের পর ও বাংলাদেশের সেমিনারে আসলেন
বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল
চোখের জলে মেসির বিদায় চোখের জলে মেসির বিদায়
অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল
পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের
করোনা আক্রান্ত শচীন করোনা আক্রান্ত শচীন
কিউই পেসারে আসা-যাওয়ার মিছিলে টাইগাররা কিউই পেসারে আসা-যাওয়ার মিছিলে টাইগাররা
আজকে নতুনত্ব অধিনায়ক ঘোষণা হবে বাংলাদেশের আজকে নতুনত্ব অধিনায়ক ঘোষণা হবে বাংলাদেশের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)