মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘তরুণ নেতৃত্ব ধ্বংসের ষড়যন্ত্রে সরকার’
‘তরুণ নেতৃত্ব ধ্বংসের ষড়যন্ত্রে সরকার’
নিজস্ব প্রতিবেদক : সরকার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর তরুণ নেতৃত্বকে ধ্বংস করার ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছে যুবদল।
সংগঠনটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এই অভিযোগ করে বলেছেন, ‘এ কাজে সরকারের তল্পিবাহক প্রশাসন সহযোগিতা করছে।’ এরই ধারাবাহিকতায় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানকে মনগড়া ন্যক্কারজনক অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ তার।
অতি দ্রুত ছাত্রদল সভাপতিকে মুক্তি দেওয়ার দাবি জানান আলাল।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, মাদক ও মানবপাচারের অভিযোগ এনে পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে ১৯ জুলাই রাত ১১টার দিকে দুমকি থানা পুলিশ ছাত্রদল সভাপতি রাজিব আহসানসহ ছয়জনকে আটক করে।
আলাল বলেন, ‘ছাত্রদল সভাপতি রাজিব আহসানকে যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে রাজিবের কোনো সর্ম্পক নেই। কক্সবাজারে সরকার দলীয় এমপি মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তাকে গ্রেফতার না করে নতুন নেতৃত্বকে কলঙ্কিত করতে রাজিবকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি বলেন, ‘যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের ওপর নির্যাতন চালিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। যারা ভবিষ্যৎ রাজনীতিতে ভূমিকা রাখবে সরকার তাদের ওপর নির্যাতন চালিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করে দিচ্ছে। এতে জাতীয় রাজনীতি ধ্বংসের মুখে পড়বে এবং স্বৈরাচাররা মাথাচাড়া দিয়ে উঠবে।’
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা যাতে মুক্তি না পায়, সেজন্য আদালতকে প্রভাবিত করা হচ্ছে বলেও অভিযোগ করেন আলাল। একই সঙ্গে ছাত্রদল সভাপতি রাজিব আহসানের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান তিনি।
আলাল বলেন, ‘যদি তাকে (রাজিব আহসান) এ অভিযোগ থেকে মুক্তি দেওয়া না হয়, তাহলে ভবিষ্যতে এটি বুমেরাং হতে পারে।’ রাজিব আহসানের মুক্তির ক্ষেত্রে আইনের সহজ সুযোগ গ্রহণ করার ক্ষেত্রে সরকার যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সেই আহ্বানও জানান তিনি।
যুবদলসহ বিএনপির সকল নেতা-কর্মীর মুক্তি দেওয়ার দাবি জানান মোয়াজ্জেম হোসেন আলাল।
সংবাদ সম্মেলনে যুবদলের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহসভাপতি কে আই এম খলিল, অ্যাডভোকেট নেছার আহমেদ, আব্দুল খালেক, ফরহাদ হোসেন আজাদ, মীর রবিউল ইসলাম লাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর নেওয়াজ আলী, মাশুকুর রহমান, অমেরেন্দু অপু, আব্দুল খালেক, কে এম জোবায়ের এজাজ, আলী আকবর চুন্নু, হারুন উর রশিদ, শহিদুল্লাহ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, কেন্দ্রীয় যুবদল নেতা সৈয়দ আবেদীন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।