জুবায়েরের গুগলি বুঝলেন না কোহলি!
![]()
চমৎকার এক গুগলিতে কোহলিকে বোল্ড করার পর জুবায়েরকে সতীর্থদের অভিনন্দন। ছবি: শামছুল হক‘অধিনায়ক বিরাট কোহলি বিপজ্জনক, চেষ্টা করব তাকে দ্রুত ফেরাতে’-ফতুল্লা টেস্টের আগে বলেছিলেন মুশফিকুর রহিম। ম্যাচ পরিকল্পনায় বাংলাদেশ অধিনায়ক সফল কি না, সেটা সময় বলে দেবে। তবে কোহলি-পরিকল্পনায় আপাতত সফল বাংলাদেশ অধিনায়ক। বিপজ্জনক হয়ে ওঠার আগেই ভারত-অধিনায়ককে ফিরিয়েছে বাংলাদেশ।
আজ ম্যাচের তৃতীয় দিনের সকালের সেশনে কোহলিকে ফেরানো ছাড়াও আরও কয়েকটি সাফল্য আছে বাংলাদেশের। বিনা উইকেটে ২৮৩ থেকে ৩ উইকেটে ৩১০। মাত্র ২৭ রানে ভারতের তিন উইকেট ফেলে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। তবে সেশনটা পুরোপুরি বাংলাদেশের, তাও বলা যাবে না। ভারত এ সেশনে তুলেছে ১৫৯ রান। লাঞ্চে গিয়েছে ৩ উইকেটে ৩৯৮ রান করে। বিজয় অপরাজিত ১৪৪ রানে ও রাহানে আছেন ৫৫ রানে।
বাংলাদেশের বিপক্ষে আরও একটি রানের পাহাড় গড়ার দিকেই ছুটছে ভারত। তবে লাঞ্চের বিরতিতে আবারও বৃষ্টি-বাগড়া। মাঠকর্মীরা উইকেট ঢেকে ফেলেছেন ত্রিপল দিয়ে।
প্রথম দিনে ১৫০ রানে অপরাজিত থাকা শিখর ধাওয়ানকে ১৭৩ রানে ফিরিয়ে সকালে ‘ব্রেক থ্রু’ এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। তার আগে একটি রেকর্ড গড়া হয়ে গেছে ধাওয়ান-মুরালি বিজয়ের উদ্বোধনী জুটির। দুজনের তোলা ২৮৩ রান বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেটে ভারতের সর্বোচ্চ রানের জুটি। ধাওয়ানের পর সাকিবের দারুণ এক বলে পরিষ্কার বোল্ড হয়ে দ্রুত ফিরেছেন ৬ রান করা রোহিত শর্মা।





উয়েফাকে সালাহ: ‘কোথায়, কীভাবে এবং কেন মারা গেলেন, সেটা বলবেন?’
নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাঘিনীদের নাটকীয় জয়
শিলংয়ে অনুশীলনে বাংলাদেশের ফুটবল দল৷ ছবি: বাফুফে
চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত
বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল
চোখের জলে মেসির বিদায়
অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল
পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের