‘এপার ওপার’-এ বাপ্পি-আঁচল
বিনোদন প্রতিবেদক : বাপ্পি-আঁচল জুটির নতুন সিনেমা এপার ওপার। এ সিনেমাটি পরিচালনা করছেন গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। ২২ মার্চ, রোববার সন্ধ্যায় রাজধানীর শ্রুতি স্টুডিওতে একটি গানের রেকর্ডিয়ের মাধ্যমে এ সিনেমার যাত্রা শুরু হয়। এ সময় সিনেমার পরিচালকসহ কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
‘ও আমার বাউলারে’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও কনা। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটির সুর করেছেন আনোয়ার জাহান নান্টু। সিনেমাটিতে মোট ছয়টি গান থাকবে।
সিনেমা প্রসঙ্গে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু রাইজিংবিডিকে বলেন, ‘আগামী মাসের ১ তারিখ থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। প্রযোজক দেশে না থাকায় এ তারিখ কিছুটা পেছানো হয়েছে। তবে কবে থেকে শুটিং শুরু হবে তা এখনও ঠিক হয়নি।’
সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘নদীর এপার আর ওপারের মানুষদের নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার গল্প। ওপারের লোক এপারে আসতে পারে না। আবার এপারের লোকজন ওপারেও যেতে পারে না। এ নিয়ে সৃষ্টি হয় নানা ঘটনার। এ সিনেমার নায়ক এক পারের আর নায়িকা থাকে অন্য পারের। পরে তারা দুই পারের মানুষদের এক করে।
বাপ্পি-আঁচলে ছাড়াও এতে আরও অভিনয় করবেন- আহম্মেদ শরীফ, আলী রাজ, আদনান সানিসহ আরও অনেকে।





‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা
সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে : আইএসপিআর
চরপাড়া টাইমস প্রকাশিত: প্রতিবেদক: কলমচোর কুদ্দুস
সম্পাদকীয় নিবন্ধ “সামাজিক ব্যবসা” রাষ্ট্রের বিকল্প নয়, গণতন্ত্রের বিকল্প নয় বরং এটি অপশাসনের নতুন মুখোশ
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭- ইউক্রেনের হামলায়রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজ ধ্বংস
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার
শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?
‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?
ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ
শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি