লক্ষ্মীপুরে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ
রুবেল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি.
লক্ষ্মীপুরে পুলিশের সাথে সন্ত্রাসীদের কথিত বন্দুকযুদ্ধের দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক কিরন হোসেন ও সাইফুল ইসলাম রুবেল নামের দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার বালাইশপুর এলাকায় এঘটনা ঘটে। এসময় তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গুলিবিদ্ধ কিরন হোসেন ও মাইদুল ইসলাম রুবেলকে গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধারের কথা জানায় পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের জাহানাবাদ এলাকা থেকে একাধিক মামলার আসামী কিরন হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই উপজেলার চন্দ্রগঞ্জ বাজার থেে সাইফুল ইসলাম রুবেলকেও গ্রেপ্তার করে পুলিশ। পরে শুক্রবার রাতে গ্রেপ্তারকৃতদের নিয়ে বালাইশপুর এলাকায় অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী লাদেন মাছুমকে ধরতে অভিযানে যায় পুলিশ। এসময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আতœ রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে কিরন হোসেন ও মাইদুল ইসলাম রুবেল গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এসময় পুলিশ কনষ্টেবল ইব্রাহিম হোসেন, নাজমুল আহসান ও শরীফ হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হয়। গুলিবিদ্ধ কিরন হোসেন সদর উপজেলার জাহানাবাদ গ্রামের জয়নাল আবেদিনের ছেলে এবং মাইদুল ইসলাম রুবেল একই উপজেলার এডভোকেট রুহুল আমিনের ছেলে।
চিকিৎসাধীন অবস্থায় যুবদলনেতা কিরন হোসেন সাংবাদিকদের জানান, শক্রবার দুপুর ২টার দিকে পুলিশ তাকে তার বাড়ি থেকে আটক করে। পরে রাতে পুলিশ তার চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে তার বাম পায়ে হাটুর নিচে গুলি করে।
অপরদিকে সাইফুল ইসলাম রুবেল একই অভিযোগ করে বলেন, চন্দ্রগঞ্জ থানা বৃহস্পতিবার সন্ধার দিকে চন্দ্রগঞ্জ বাজার শাহীনহোটেল থেকে তাকে অটক করে তাকে চন্দ্রগঞ্জ থানায় রাখে। এবং সে নিজেকে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারী এবং বর্তমানে সে যুবলীগের সক্রিয় কর্মী বলে দাবী করে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, কিরন হোসেন ও সাইফুল ইসলাম রুবেল চিহিৃত সন্ত্রসী ও একাধিক মামলার আসামী। তাদের দুইজনকে আটক করে রাতে অস্ত্র উদ্ধারে বালাইশপুর এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় লাদেন মাছুম বাহিনীর সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুইজন গুলিবিদ্ধ ও তিন পুলিশ সদস্য আহত হয়।





মেহেন্দিগঞ্জের আদর্শনগর ইউপি সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
বিসিসি’র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম ষড়যন্ত্রের শিকার
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বরিশাল সোনালী ব্যাংক: দুর্নীতিতে জর্জরিত, গোপালের পথে হাটছেন জিএম মাহমুদুল হক
সাংবাদিকতা নিয়ন্ত্রণ করা কোন সংগঠনের কাজ নয়: বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
ওটরা ইউনিয়ন এর জনগণের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার আসাদুজ্জামান সুজনের
উজিরপুরে ইয়াবা গডফাদার বাবু মুন্সিকে গ্রেফতার দাবি
গণহত্যার বিচার কার্যকর করতে উজিরপুর বাসী কে ঐক্যবদ্ধ থাকতে হবে - আহম্মেদ শাকিল।