শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
সোমবার, ২ মার্চ ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » হরতাল-অবরোধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্ট
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ | রাজনীতি » হরতাল-অবরোধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্ট
৩৭৩ বার পঠিত
সোমবার, ২ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হরতাল-অবরোধে ব্যবস্থা নিতে নিষ্ক্রিয়তা কেন: হাই কোর্ট

---

পক্ষকাল প্রতিবেদকঃ

হরতাল-অবরোধে বিধি নিষেধ দিতে সরকারের নিষ্ক্রিয়তা কেন ‘অবৈধ’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।একইসঙ্গে অবরোধকে কেন ‘অসাংবিধানিক’ করা হবে না- আরেক রুলে তাও জানতে চেয়েছে আদালত। হরতাল-অবরোধ নিয়ে এফবিসিসিআইসহ চার ব্যবসায়ী সংগঠনের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ সোমবার এ বিষয়ে রুল দেয়।স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পাটিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে রুলের জবাব দিতে হবে।এর আগে আরেকটি রিট আবেদনে হাই কোর্টের একই বেঞ্চ সরকারকে
হরতাল ও অবরোধের নামে ‘নৈরাজ্য রোধের’ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল।
এরপর ব্যবসায়ীদের করা রিট আবেদনে নতুন এই রুল এল, যাতে হরতাল-অবরোধে আইনগত বিধি-নিষেধ আরোপে সরকারের ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএর পক্ষে দায়ের করা এই রিট আবেদনে বাদী হিসাবে রয়েছেন চার সংগঠনের সভাপতিরা।

আদালতে তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন ইমতিয়াজ মইনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আদেশের পর ইমতিয়াজ সাংবাদিকদের বলেন, “আদালত চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বিবাদীদের নির্দেশ দিয়েছেন।”

নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট গত ৫ জানুয়ারি থেকে টানা অবরোধ চালিয়ে আসছে। আর ফেব্রুয়ারির শুরু থেকে সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিনই চলছে হরতাল।

অবরোধ ও হরতালের মধ্যে নাশকতা ও সহিংসতায় নিহতের সংখ্যা একশ ছাড়িয়ে গেছে, যাদের অধিকাংশই নিহত হয়েছেন পেট্রোল বোমায় দগ্ধ হয়ে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাতিসংঘ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজনৈতিক দলগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন ২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া।

অবরোধ-হরতালে নাশকতার চিত্র তুলে ধরে এর আগে শাহীনুর রহমান শাহীন নামে কেরানীগঞ্জের এক ব্যবসায়ী রিট আবেদন করলে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ গত ১৫ ফেব্রুয়ারি ‘হরতাল ও অবরোধের নামে নৈরাজ্য রোধে’ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয়।

পাশাপাশি ‘নৃশংস অবরোধ’ কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করা হয়।

রাজনৈতিক অস্থিরতা থেকে দেশের অর্থনীতিকে বাঁচাতে ব্যবসায়ীরা আইন করে হরতাল-অবরোধ বন্ধের দাবি জানিয়ে আসছেন বেশ কিছুদিন ধরেই। ক্ষমতাসীন দলের পক্ষ থেকেও বলা হয়েছে, জনগণ চাইলে হরতাল বন্ধে আইন হবে।



এ পাতার আরও খবর

‘সরি টু সে’, আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা ‘সরি টু সে’, আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা
কয়েক’শ কৌটি টাকার মালিক রাজউক অফিস সহায়ক দেলোয়ার’র খুঁটির জোর কোথায়? কয়েক’শ কৌটি টাকার মালিক রাজউক অফিস সহায়ক দেলোয়ার’র খুঁটির জোর কোথায়?
ভারত-বাংলাদেশ বাণিজ্যে নতুন বাধা: স্থলপথে পাটজাত পণ্যের আমদানি নিষিদ্ধ করল ভারত ভারত-বাংলাদেশ বাণিজ্যে নতুন বাধা: স্থলপথে পাটজাত পণ্যের আমদানি নিষিদ্ধ করল ভারত
যুক্তরাজ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি: চার্চ অব ইংল্যান্ডের পূর্ণাঙ্গ প্রস্তুতি ও নৈতিক অবস্থান যুক্তরাজ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি: চার্চ অব ইংল্যান্ডের পূর্ণাঙ্গ প্রস্তুতি ও নৈতিক অবস্থান
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিতর্কের কেন্দ্রে শেখ হাসিনা ও ইউনুস সরকার সার্বভৌমত্ব না কৌশলগত বন্দিত্ব? বিশ্লেষকদের নতুন প্রশ্ন বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিতর্কের কেন্দ্রে শেখ হাসিনা ও ইউনুস সরকার সার্বভৌমত্ব না কৌশলগত বন্দিত্ব? বিশ্লেষকদের নতুন প্রশ্ন
“নতুন সামাজিক চুক্তি”   বাংলাদেশ ২০৩০ এর স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণ “নতুন সামাজিক চুক্তি” বাংলাদেশ ২০৩০ এর স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণ
লেবার সরকারের প্রস্তাবিত ওয়েলফেয়ার বিল নিয়ে যুক্তরাজ্যে এখন তীব্র রাজনৈতিক উত্তেজনা লেবার সরকারের প্রস্তাবিত ওয়েলফেয়ার বিল নিয়ে যুক্তরাজ্যে এখন তীব্র রাজনৈতিক উত্তেজনা
ইউরোপে “নতুন ন্যুরেমবার্গ”: পুতিনকে যুদ্ধাপরাধে বিচারের প্রস্তুতি ইউরোপে “নতুন ন্যুরেমবার্গ”: পুতিনকে যুদ্ধাপরাধে বিচারের প্রস্তুতি
সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতাসহ ৮ জনকে গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতাসহ ৮ জনকে গ্রেফতার
নাটকের নাম ‘গণতন্ত্র’, পরিচালনায় আন্তর্জাতিক স্বার্থ: বাংলাদেশ কি কমিশন বাণিজ্যের লেনদেনের শিকার? নাটকের নাম ‘গণতন্ত্র’, পরিচালনায় আন্তর্জাতিক স্বার্থ: বাংলাদেশ কি কমিশন বাণিজ্যের লেনদেনের শিকার?

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)