
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত পাঠানো হবে আগামীকাল: ড. আলী রীয়াজ
ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত পাঠানো হবে আগামীকাল: ড. আলী রীয়াজ
স্টাফ রিপোর্টার | ৩০ জুলাই ২০২৫, বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের ২২তম দিনের বৈঠকে সহসভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গঠিত নীতিগত ঐকমত্যের বিষয়ে সারসংক্ষেপ আজ বিকালের মধ্যেই পাঠানো হবে এবং সম্পূর্ণ সিদ্ধান্তপত্র আগামীকাল সকালের মধ্যে পৌঁছে দেয়া হবে।
মূল অগ্রগতি:
নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে প্রায় চূড়ান্ত খসড়া প্রস্তুত।
নাগরিক মৌলিক অধিকারের ক্ষেত্রে নীতিগত ঐকমত্য হয়েছে।
বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন বলে মত দিয়েছেন কমিশনের কর্তৃপক্ষ।
রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত আলোচনা আলোচ্যসূচিতে না থাকায় পিছিয়ে রয়েছে।
বিএনপির অবস্থান স্পষ্ট: ড. রীয়াজ জানান, কমিশনের পক্ষ থেকে দেওয়া পাঁচটি প্রস্তাবে পূর্ণ ঐকমত্য হয়নি। তবে বিএনপি তাদের সুপারিশ স্পষ্টভাবে উপস্থাপন করেছে-যেগুলোর সঙ্গে একমত, এবং যেগুলোর বিপক্ষে তাদের অবস্থান রয়েছে তা যথাযথ ব্যাখ্যা সহ জানিয়েছে। এজন্য কমিশনের পক্ষ থেকে বিএনপিকে ধন্যবাদ জানানো হয়।
সময়সীমা:
সংশোধনী পাঠাতে চাইলে আগামীকাল সকাল পর্যন্ত সময় থাকবে।
ঐকমত্য বিষয়ক সারসংক্ষেপ দলগুলোর কাছে পৌঁছবে আজ বিকেলেই। এই বৈঠক ২২ দিন ধরে চলা ঐকমত্য কমিশন আলোচনার অংশ, যেখানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো সংবিধান পরিমার্জন, নৈতিক সংস্কার, এবং জনঅধিকারের প্রসার নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।