
রবিবার, ২০ জুলাই ২০২৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সরকার বলছে—জাতীয় স্বার্থের পরিপন্থী হলে চুক্তি বাতিলযোগ্য
সরকার বলছে—জাতীয় স্বার্থের পরিপন্থী হলে চুক্তি বাতিলযোগ্য
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন ঘিরে বিতর্ক, সরকার বলছে—জাতীয় স্বার্থের পরিপন্থী হলে চুক্তি বাতিলযোগ্য
ঢাকা, ২০ জুলাই ২০২৫ — জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (OHCHR) একটি স্থায়ী কার্যালয় স্থাপন নিয়ে বিতর্ক তীব্রতর হয়েছে। বাংলাদেশের সরকার সম্প্রতি OHCHR-এর সঙ্গে একটি তিন বছর মেয়াদি সমঝোতা স্মারকে (MoU) স্বাক্ষর করে, যার মূল লক্ষ্য মানবাধিকার রক্ষায় প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে সরকার জানায়, “জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো কার্যক্রম হলে বাংলাদেশ সার্বভৌম কর্তৃত্ব প্রয়োগ করে যে কোনো সময় চুক্তি থেকে সরে আসতে পারবে।” বিবৃতিতে আরও বলা হয়, OHCHR মিশন সম্পূর্ণভাবে স্বচ্ছতা বজায় রেখে কাজ করবে এবং স্থানীয় অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করবে।
সরকার স্পষ্ট করে দেয় যে, এই মিশনের উদ্দেশ্য শুধুমাত্র গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতিরোধ ও জবাবদিহি নিশ্চিত করা। এ মিশন কোনো সামাজিক এজেন্ডা বাস্তবায়নে যুক্ত হবে না এবং দেশের সংস্কৃতি ও ধর্মীয় বাস্তবতার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল থাকবে বলে জাতিসংঘ প্রতিশ্রুতি দিয়েছে।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে, এই উদ্যোগকে বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়নের মতো অপরাধের জবাবদিহি ও নথিভুক্তিতে সহায়ক হিসেবে দেখা হচ্ছে। সরকার বলছে, “যদি এ ধরনের প্রতিষ্ঠান পূর্ববর্তী সরকারের সময় থাকত, অনেক অপরাধেই নিরপেক্ষ তদন্ত এবং বিচার নিশ্চিত করা যেত।”
এই অংশীদারিত্বকে সরকার দেশের আইন, মূল্যবোধ এবং জনগণের প্রতি দায়বদ্ধতার ভিত্তিতে পরিচালিত একটি সম্ভাবনাময় সুযোগ হিসেবে বিবেচনা করছে।