
সোমবার, ২ জুন ২০২৫
প্রথম পাতা » রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » অন্তর্বর্তীকালীন সরকারের অপদার্থ উপদেষ্টারা দুর্নীতি ও স্বজনপ্রীতিতে নিমজ্জিত - আহম্মেদ শাকিল
অন্তর্বর্তীকালীন সরকারের অপদার্থ উপদেষ্টারা দুর্নীতি ও স্বজনপ্রীতিতে নিমজ্জিত - আহম্মেদ শাকিল
অন্তর্বর্তীকালীন সরকারের অপদার্থ উপদেষ্টারা দুর্নীতি ও স্বজনপ্রীতিতে নিমজ্জিত - আহম্মেদ শাকিল
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রক্তের উপর থেকে ক্ষমতায় এসেছে তা ভুলে গিয়ে দুর্নীতি ও স্বজনপ্রীতিতে নিমজ্জিত হয়েছেন, কথিত সংস্কারপন্থী ভাব ধরে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার ষড়যন্ত্র করছেন বলে মনে করেন বাংলাদেশ ইনকিলাব পার্টির আহ্বায়ক আহম্মেদ শাকিল।
আহম্মেদ শাকিল এক প্রেস বিবৃতিতে বলেন প্রধান উপদেষ্টা তার পরিচিত জন দের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে নিয়োগ করছেন, যাদের নিয়োগ দিয়েছে তাদের সাথে জুলাই আগস্ট বিপ্লবের কোন সম্পর্ক নেই। বিভিন্ন উপদেষ্টারা তাঁদের মন্ত্রণালয়ে তাদের আত্মীয় স্বজনদের ও অনুগত দের দিয়ে এক ধরনের আত্বিয়তন্ত্র প্রতিষ্ঠা করেছে বলে প্রতীয়মান হয়েছে।
আহম্মেদ শাকিল আরো বলেন ২ জন প্রভাব শালি উপদেষ্টা তারা তাদের নিজ নির্বাচনীয় এলাকায় ব্যাপক দান খয়রাত দিচ্ছেন, মানবিক সহায়তা দিচ্ছেন এই অর্থের উৎস কি? ক্ষমতায় থাকতে এমন কাজ অতন্ত্য দৃষ্টিকটু নয় কি?
বিভিন্ন দপ্তর, উপ দপ্তরে কথিত ছাত্র প্রতিনিধি নামক চাঁদা কালেক্টর নিয়োগ দিয়ে রাষ্ট্র শাসনের সকল নিয়ম কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে।
এছাড়া সকল দপ্তরে নিয়োগ, টেন্ডার, বদলি একটি বিশেষ একটি গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে যারা জুলাই আগস্ট বিপ্লবের সুবিধাভোগী নব্য অলিগার, বুর্জোয়া শোষক শ্রেনী।
জুলাই আগস্ট বিপ্লবে নিহত ও আহত দের নিয়েও চলছে বানিজ্য ও লুটপাট।
সারাদেশে চলছে মামলা বানিজ্য। সরকার ও প্রশাসন জনগণের নিরাপত্তা দিতে ব্যার্থ হয়েছে প্রতিনিয়ত। চাঁদাবাজ নব্য দখলদার দের বিরুদ্ধে সরকার ও প্রশাসন অসহায়।