
মঙ্গলবার, ২০ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » একক ভাবে ক্ষমতায় যেতে বিএনপির, কোন দলের সহযোগিতা দরকার নেই - আহম্মেদ শাকিল
একক ভাবে ক্ষমতায় যেতে বিএনপির, কোন দলের সহযোগিতা দরকার নেই - আহম্মেদ শাকিল
পক্ষকাল সংবাদঃ
আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একক ভাবে ক্ষমতায় যেতে বিএনপির কোন - রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন হবে না বলে মনে করেন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য ও সর্বদলীয় ছাত্র ঐক্য নেতা, জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম সংগঠক, বাংলাদেশ ইনকিলাব পার্টির আহ্বায়ক আহম্মেদ শাকিল।
আহম্মেদ শাকিল বলেন ক্ষমতায় যেতে ১৫১ টি আসন প্রয়োজন হবে। বিএনপি কোন প্রতিবন্ধকতা ছাড়াই এই সংখ্যক আসন পেতে সমর্থ হবেন।
অতি সাম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃ ও উপদেষ্টা মণ্ডলীর অনেক সদস্য বিএনপি নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন বলে মনে করেন আহম্মেদ শাকিল।
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির, মুখ্য সংগঠক( দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ কুমিল্লা তে এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দল সহ সব দল, আওয়ামী লীগ এর টাকায় চলে , তার বক্তব্যের মধ্যে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী আওয়ামী শাসন ব্যবস্থার মিল খুজেঁ পাওয়া যায় বলে মনে করেন আহম্মেদ শাকিল।
জুলাই আগস্ট বিপ্লবের পর সারাদেশে ব্যাপক চাঁদাবাজি ও লুটপাট সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড আলোচিত হয়েছে। বিতর্কিত কর্মকাণ্ডের অনেক গুলোই পরিকল্পিত ভাবে মিডিয়া ট্রায়াল করা হয়েছে। আবার অনেক দুঃখজনক ও হৃদয়বিদারক ঘটনাও ঘটেছে। তা নিয়ে আলোচনা সমালোচনা করা যায় কিন্তু আগামী দিনে বিএনপি ক্ষমতায় যাওয়ার অন্যতম প্রতিশ্রুতি হলো নব্য চাঁদাবাজ ও আধিপত্য বাদি শক্তি কে নির্মুল করা বলে মনে করেন আহম্মেদ শাকিল।
আহম্মেদ শাকিল বলেন বিএনপি গত ১৫ বছর, ত্যাগ,নির্যাতন, লড়াই করে হাঁটি হাঁটি পা করে ক্ষমতায় দারপ্রান্তে চলেছে এসেছে। অতীতে বিএনপি কে নির্মুল করার ষড়যন্ত্র করা হয়েছে। ভবিষ্যতে হয়ত ষড়যন্ত্র হবে। বারবার বিএনপি ব্যার্থ হয়েছে কিন্তু কখনো হাল ছেড়ে দেয় নি।
বিএনপি আগামী দিনে রাষ্ট্রক্ষমতা কে সুসংগঠিত করতে ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে অবশ্যই আগামী তে নির্বাচন কালিন জোট করবে। বিএনপির রাজনৈতিক কৌশল হবে যুগপৎ আন্দোলনে নেতৃত্ব কে সাথে নিয়ে এগিয়ে চলা।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় যদি অংশগ্রহণ করতে না পারে তবে তারা নির্বাচন প্রতিহত করার ডাক দিবে তাই বাংলাদেশের রাজনীতি তে ফ্যাসিস্ট, পরাজিত অপশক্তি কে মোকাবিলা করতে জুলাই আগস্ট বিপ্লবের অংশীজন দের মধ্যে পারস্পরিক রাজনৈতিক বোঝাপড়া জরুরি। একটি শক্তি শালি বিরোধী জোট ()দল জরুরি, পরাজিত অপশক্তি কে রুখতে বিপ্লবী শক্তির নেতৃত্বে প্রয়োজন।