
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতকে সংগঠনগত বিচারের আওতায় আনা উচিত -বাংলাদেশ জাসদ
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতকে সংগঠনগত বিচারের আওতায় আনা উচিত -বাংলাদেশ জাসদ
পক্ষকাল সংবাদঃ
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে জামায়াতে ইসলামীর দলগত বিচারের সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করেছে। দলটি মনে করে, মুক্তিযুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতকে সংগঠনগত বিচারের আওতায় আনা উচিত।
জাসদের অবস্থান ও দাবি
সোমবার (১২ মে) জাসদের স্থায়ী কমিটির বৈঠকে দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে দলটির নেতারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের ৯ মাস পর সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করেছে, যা দল ও সংগঠনের বিচারের পথ উন্মুক্ত করেছে।
জাসদের নেতারা আরও বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের অপশাসন, লুটপাট, গুম-খুনের বিচার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল। তারা মনে করেন, জামায়াতে ইসলামীর বিচারও একইভাবে হওয়া উচিত।
আইন সংশোধন ও রাজনৈতিক প্রভাব
সরকার সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে রাজনৈতিক বিশৃঙ্খলা প্রতিরোধের ব্যবস্থা নিয়েছে। এর ফলে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দল ও সংগঠনগুলোর বিচার সম্ভব হবে।
জাসদের নেতারা বলেন, আওয়ামী লীগ ও জামায়াত উভয়ই বাংলাদেশের গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের বিরুদ্ধে কাজ করেছে। তাই এই দুটি দলকে বিচারের আওতায় না আনলে তা একাত্তর ও চব্বিশের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে।
সভায় অংশ নেন ও আলোচনা করেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, এ টি এম মহব্বত আলী, আবদুল কাদের হাওলাদার, করিম সিকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, আনোয়ারুল ইসলাম বাবু ও নাসিরুল হক নবাব; স্থায়ী কমিটির পর্যবেক্ষক সদস্য রোকনুজ্জামান রোকন প্রমুখ।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন
এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। জাসদ আশা করছে, গণতন্ত্রে উত্তরণের লক্ষ্যে সব অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি ঐক্যের পথে অগ্রসর হবে