মানুষ পোড়ানো বন্ধ করুন না হলে কঠিন পরিণতি: ইনু
![]()
পক্ষকাল প্রতিবেদক : মানুষ পোড়ানো বন্ধ না হলে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে কঠিন পরিণতি মোকাবেলা করতে হবে বলে হুশিয়ারি করে দিয়ে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মানুষ পোড়ানো বন্ধ করুন, না হলে ভয়াবহ পরিণতি মোকাবেলায় প্রস্তুত থাকুন।
আজ সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ প্রধান কার্যালয়ের সামনে জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটি আয়োজিত সমাবেশে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া পেট্রোল বোমার আগুন দিয়ে পুড়িয়ে শিশু-নারী, শ্রমিক, ছাত্র, পুলিশসহ অগণিত মানুষ হত্যা করেছেন। অনেক মানুষ পোড়া কষ্ট নিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।
জাসদ সভাপতি খালেদা জিয়ার পুত্র হারানোর ব্যথায় সমবেদনা জানিয়ে আরো বলেন, তিনি বেদনা বুকে নিয়েও আবার নতুন করে হরতাল দিয়ে নারী-শিশু ও নিরীহ মানুষ পুড়িয়ে মারার কর্মসূচি দিয়েছেন।
সমাবেশে তিনি প্রশ্ন রেখে বলেন, যারা মানুষকে পুড়িয়ে মারে তাদের সাথে কিসের বৈঠক? জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের সাথে কোনো আপস নেই। এই ইস্যুতে যে কোনো ধরনের আপস-রফা হবে আত্মঘাতী।
তথ্যমন্ত্রী আরও বলেন, মানবতা বিসর্জন দিয়ে হত্যাকারীদের সাথে বৈঠক কিংবা কোনো রকম আলোচনা হতে পারে না। যারা সংলাপের কথা বলছেন, তাদেরকে আমি বলবো, আগে খালেদা জিয়ার সঙ্গে সংলাপে বসুন। তাকে (খালেদা জিয়া) মানুষ পোড়ানো বন্ধ করতে বলুন। গণতন্ত্রের পথে থাকলে অবশ্যই আলোচনা হতে পারে কিন্তু মানুষ পোড়ানো খুনির সঙ্গে আলোচনায় বসতে পারি না।
জাসদ ঢাকা মহানগর সমন্বয়ক মীর হোসেন আকতার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, জাসদ’র সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি, জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার এমপি ,গণতন্ত্রী পার্টির নেতা ড. শাহাদত হোসেন, গণ-আজাদী লীগের আতাউল্লাহ খান। সমাবেশ পরিচালনা করেন, মহানগর জাসদ নেতা নুরুল আখতার।





“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে
জুলাই যোদ্ধা লামিয়ার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুর্নগঠন।
সেন্ট মার্টিন : পরিবেশ না মানুষ—কাকে বেছে নেবে রাষ্ট্র?
. ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিস্ট শাসনের উচ্ছেদ জনগণের আত্মত্যাগমার্কিন সাম্রাজ্যবাদের অধীনস্থ হওয়ার জন্য নয় -জাতীয় গণফ্রন্ট
আগামী কাল বাংলাদেশ ইনকিলাব পার্টির বিক্ষোভ সমাবেশ
ঝালকাঠি-২ আসনে জনপ্রিয়তার শীর্ষে জীবা আমিনা
“ওরা ১১ জন” নয়, বরং ১১টি পৃথক রাজনৈতিক ঘটনা: একটি বিশ্লেষণ
রাষ্ট্রীয় সংস্কার: জনগণের আকাঙ্ক্ষা না কি পশ্চিমা চাপ?