শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বিনোদন » পীরে কামেল মজনু হযরত ক্বারী কেরামত আলী আউলিয়া (রহ.) এর ৬৭তম ওরশের শেষ হলো
পীরে কামেল মজনু হযরত ক্বারী কেরামত আলী আউলিয়া (রহ.) এর ৬৭তম ওরশের শেষ হলো
নিজস্ব প্রতিনিধ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কানরা গ্রামে অবস্থিত পীরে কামেল মজনু হযরত ক্বারী কেরামত আলী আউলিয়া (রহ.) এর ৬৭তম ওরশ শুরু হয়েছে।
বুধবার থেকে এই ওরশ শুরু হয়। আজ ওরশের শেষদিন। এদিকে ওরস উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্ত অনুসারীরা দরবারে আগমন করছে।
আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে মাজার প্রাঙ্গন এলাকা। ওরস উৎসব মেলায় পরিনত হয়েছে। মাজার বাড়ীর চারিপাশ। রকমারী দোকান, খাবার দোকান ও আসবাবপত্রের দোকানসহ শিশুদের বিনোদনের জন্য বসেছে নানাহ বিনোদন সামগ্রী।
ক্বারী সাহেবের নাতী মো. আব্দুল কাদির জিলানী জানান, আজ ওরশের শেষদিন। রাতভর চলবে কাওয়ালী গান। গান পরিবেশন করবেন কাওলী শিল্পী আশিক কাওয়ালী। মাজারে আগত ভক্ত অনুসারীদের জন্য আমরা তাবারুকের ব্যবস্থা করে থাকি। প্রতিবছরই এই আয়োজন করি আমরা।