বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » ১৭ বছর পর বার্সা-রিয়ালের গোলশূন্য ম্যাচ
১৭ বছর পর বার্সা-রিয়ালের গোলশূন্য ম্যাচ
![]()
পক্ষকাল সংবাদ-
মৌসুমের প্রথম ও বছরের শেষ এল ক্লাসিকো ম্যাচটির সমাপ্তি ঘটেছে গোলশূন্য ড্রয়ের মধ্য দিয়ে। এল ক্লাসিকোর ইতিহাসে প্রায় ১৭ বছর পর মিললো গোলশূন্য ড্রয়ের দেখা। ম্যাচের নায়ক হতে পারতেন বার্সেলোনার লিওনেল মেসি, লুইস সুয়ারেজ কিংবা রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল বা করিম বেনজ্বমা। কিন্তু বার্সা-রিয়ালের আক্রমণভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে রক্ষণভাগের খেলোয়াড়দের পারফরম্যান্স। ফলে ম্যাচ ড্র করেই মাঠ ছাড়ে উভয় দল।
লা লিগায় বুধবার রাতে লিগের শীর্ষ দুই দলের লড়াই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। ২০০২ সালের পর এই প্রথম বার্সেলোনা-রিয়ালের লড়াইয়ে কোনো গোল হলো না। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ক্লাব রেকর্ড টানা সাত ম্যাচ ধরে অপরাজিত রইলো বার্সেলোনা। পেপ গুয়ার্দিওলার দলের রেকর্ড স্পর্শ করল এরনেস্তো ভালভেরদের দল।
২০০২ সালে ২৩ নভেম্বর বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পেই সবশেষ ০-০ ব্যবধানে ড্র হয়েছিল। এরপর শুধুমাত্র লা লিগাতেই অন্তত ৭টি ম্যাচ ড্র করেছে রিয়াল ও বার্সা। তবে সব ম্যাচেই মিলেছে জালের দেখা। বুধবার রাতে প্রায় ১৭ বছর পর আবারও ম্যাচের ফলাফল এলো গোলশূন্য ড্র। এ ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অক্ষত রাখল বার্সেলোনা। ১৭ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রতে তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট। সমান ম্যাচে সমান ৩৬ পয়েন্ট রয়েছে রিয়াল মাদ্রিদেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তাদের অবস্থান দ্বিতীয়।




    উয়েফাকে সালাহ: ‘কোথায়, কীভাবে এবং কেন মারা গেলেন, সেটা বলবেন?’    
    নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ    
    বিশ্বকাপ বাছাইয়ের  ম্যাচে বাঘিনীদের নাটকীয় জয়    
    শিলংয়ে অনুশীলনে বাংলাদেশের ফুটবল দল৷ ছবি: বাফুফে    
    চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত    
    বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল    
    চোখের জলে মেসির বিদায়    
    অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল    
    পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের