বঙ্গবন্ধু গোল্ডকাপের ড্র বৃহস্পতিবার
পক্ষকাল প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর পর আগামী ২৯ জানুয়ারি মাঠে গড়াতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ইতিমধ্যে টুর্নামেন্টের ছয়টি দল নিশ্চিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও বাহরাইন।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত টুর্নামেন্টের লোগো উন্মোচন করবেন। এ দিনই অনুষ্ঠিত হবে ড্র।
এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘১৫ জানুয়ারি বৃহস্পতিবার টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে। এ দিন টুর্নামেন্টের ফিক্সচারও নির্ধারিত হবে। ছয়টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। ঢাকার পরে সিলেটে তিনটি ম্যাচ ও একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচগুলো বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ৮ ফেব্রুয়ারি।’
তিনি আরো বলেন, ‘বাহরাইন ছাড়া সবগুলো দলকে ২৭ জানুয়ারির মধ্যে ঢাকায় আসতে বলেছি। বাহরাইন এশিয়া কাপ নিয়ে ব্যস্ত আছে। তাই তারা ৩১ জানুয়ারির আগে আসতে পারবে না। অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের ঢাকায় রাখা হবে হোটেল সোনারগাঁওয়ে। আর সিলেটে রাখা হবে হোটেল রোজভিউতে।’





উয়েফাকে সালাহ: ‘কোথায়, কীভাবে এবং কেন মারা গেলেন, সেটা বলবেন?’
নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাঘিনীদের নাটকীয় জয়
শিলংয়ে অনুশীলনে বাংলাদেশের ফুটবল দল৷ ছবি: বাফুফে
চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত
বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল
চোখের জলে মেসির বিদায়
অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল
পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের