অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান খালেদার
পক্ষকাল প্রতিবেদক : জাতীয়তাবাদী মহিলা দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাবেয়া সিরাজ জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র ও ভোটের অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, খালেদা জিয়া এখন আগের চেয়ে সুস্থ আছেন। তার মনোবল দৃঢ় রয়েছে।
রাবেয়া সিরাজ জানান, মহিলা দলের কর্মকাণ্ডে খালেদা জিয়া খুশি।
এর আগে, শুকনো খাবার নিয়ে রাবেয়া সিরাজ ও ইয়াসমিন আরা হকের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে জাতীয়তাবাদী মহিলা দলের দু’টি প্রতিনিধি দল।
মঙ্গলবার দুপুর ১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি রাবেয়া সিরাজের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল কার্যালয়ে প্রবেশ করেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন, রোকসানা খানম মিতু, রহিমা শিকদার, শামীমা আক্তার সাথী, সাবিনা ইয়াসমিন, সেলিনা রউফ ও লাভলী প্রমুখ।
এদিকে, দুপুর ১টা ২৫ মিনিটে শুকনো খাবার নিয়ে সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য ইয়াসমিন আরা হকের নেতৃত্বে জাতীয়তাবাদী মহিলা দলের আরেকটি প্রতিনিধি দল কার্যালয়ে প্রবেশ করেন।
ওই প্রতিনিধি দলে ইয়াসমিন ছাড়াও আছেন ফারজানা রহমান হোসনা, সাদিয়া হক ও রাশেদা হক মুক্তা প্রমুখ।
এর আগে সোমবার দুপুরে বিভিন্ন ধরনের ফল, শুকনো ও রান্না করা খাবার মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
৩ জানুয়ারি রাত থেকে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ আছেন খালেদা জিয়া। ৫ জানুয়ারি বিকেলে তিনি কার্যালয় থেকে বের হতে চাইলে পুলিশি বাধায় পড়েন। ওই দিনই তিনি সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেন। কার্যালয়ের সামনে পুলিশের কঠোর নিরাপত্তা বহাল রয়েছে।





আব্দুর রাজ্জাকের মতামত :পতনের পর আত্মসমালোচনার সময়
হাসিনা ফ্যাসিস্ট নন, বরং প্রতিশ্রুতিতে ব্যর্থ গণতান্ত্রিক শাসক” — তসলিমা নাসরীন
“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে
জুলাই যোদ্ধা লামিয়ার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুর্নগঠন।
সেন্ট মার্টিন : পরিবেশ না মানুষ—কাকে বেছে নেবে রাষ্ট্র?
. ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিস্ট শাসনের উচ্ছেদ জনগণের আত্মত্যাগমার্কিন সাম্রাজ্যবাদের অধীনস্থ হওয়ার জন্য নয় -জাতীয় গণফ্রন্ট
আগামী কাল বাংলাদেশ ইনকিলাব পার্টির বিক্ষোভ সমাবেশ
ঝালকাঠি-২ আসনে জনপ্রিয়তার শীর্ষে জীবা আমিনা