ইমরুল আউট, নতুন সকালে পুরনো বাংলাদেশ
![]()
পক্ষকাল সংবাদ-
সকালের সূর্য এখনও ঠিক মতো জেগে উঠেনি। ইনিংস ঘোষণা করে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় বিরাট কোহলি। আর শুরুতেই উমেশ জাদবের ওভারে ক্লিন বোল্ড হয়ে ডাগআউটে ফিরেছেন ইমরুল কায়েস।
দ্বিতীয় দিনে বাংলাদেশের সামনে ৪৯৩ রানের পাহাড় গড়ে ৩৪৩ রান লিড নিয়েছিল ভারত। আজ শনিবার (১৬ নভেম্বর) তৃতীয় দিনের জন্য মাঠে নেমেছে দু’দল। তৃতীয় দিনে মাঠে না নেমেই ইনিংস ঘোষণা করে ভারত। ফলে বাংলাদেশের সামনে এখন বিশাল চ্যালেঞ্জ। টাইগাররা কি পারবে ফোলো অন এড়িয়ে ম্যাচ ড্র করতে? এসবের উত্তর পেতে অপেক্ষা করতে হবে বিকাল অবধি।
প্রথম ইনিংসে যাচ্ছে তাই ব্যাট করেছিল বাংলাদেশ। ভারতের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি কোনো বাংলাদেশি ব্যাটসম্যান। স্কোরবোর্ডে মাত্র ১৫০ রান তুলতেই সাজঘরে ফিরে বাংলাদেশ শিবির। বোলিংয়ে ভারতকে প্রথমে চেপে ধরলেও আবু জায়েদ রাহি ছাড়া বাকি কেউ কাজের কাজ করতে পারেননি। এক আগারওয়াল প্রথম ইনিংসে বাংলাদেশি ১০ খেলোয়াড়ের করা মোট রানের থেকে প্রায় ১০০ রান বেশি করেছেন। আগারওয়ালের ৩৩০ বলে ২৪৩ রানের উপর নির্ভর করে ৪৯৩ রানের সংগ্রহ পায় ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ:
১ম ইনিংস- ১৫০/১০
২য় ইনিংস- ১৪/১ ( সাদমান ৪*, মমিনুল ৪)
ভারত:
১ম ইনিংস- ৪৯৩/৬





উয়েফাকে সালাহ: ‘কোথায়, কীভাবে এবং কেন মারা গেলেন, সেটা বলবেন?’
নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাঘিনীদের নাটকীয় জয়
শিলংয়ে অনুশীলনে বাংলাদেশের ফুটবল দল৷ ছবি: বাফুফে
চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত
বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল
চোখের জলে মেসির বিদায়
অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল
পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের