বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর » ব্লাড ডোনেশন বাংলাদেশ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৯ পালিত
ব্লাড ডোনেশন বাংলাদেশ এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৯ পালিত
তৈয়বুর রহমান (গাজীপুর) প্রতিনিধিঃ
ব্রাহ্মনবাড়িয়া জেলার পৌর টাউন হলে গত শুক্রবার সকাল ৯ থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদেশের স্বেচ্ছাসেবীদের নিয়ে
হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী সুমন দাস, সভাপতি ব্লাড ডোনেশন বাংলাদেশ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ), ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ খবির উদ্দিন, কাউন্সিলর, ব্রাহ্মনবাড়িয়া পৌরসভা। জনাব আব্দুল খালেক, জনাব মোঃ এনায়েত করিম, কাজী নাসির উদ্দিন খাদেম লিটন। আর উপস্থিত ছিলেন গাজীপুর জেলার আলোর দিশারী রক্তদান সংগঠনের সদস্য, রেড রোটেশন ব্লাড ডোনেশন বাংলাদেশ এর সদস্য বৃন্দসহ সারাদেশের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আবু সাঈদ, তিনি বলেন বর্তমানে আমাদের সমাজের মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের বিপরীতে ব্লাড ডোনেশন বাংলাদেশের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের স্বেচ্ছাসেবীদের একত্রিত করে সকলের মধ্যে একটি সু-সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে অগ্রানী ভুমিকা রেখেছেন। উক্ত অনুষ্ঠানের অংশ গ্রহনকারী সংগঠনগুলো নিজ এলাকায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সচেতনতা মুলক কাজে গুরুত্ব পূর্ন ভুমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ ব্রাহ্মনবাড়িয়ার পৌর টাউন অডিটরিয়ামে মিলিত হয়েছে। আপনারা যারা “একের রক্ত অন্যের জীবন, এতেই হোক আত্নার বাঁধন” এই স্লোগানে সারাদেশে কাজ করছেন আপনাদের সবাইকে জানাই ব্রাহ্মনবাড়িয়া জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যদি প্রতিটি মানুষ নিজ অবস্থানে থেকে মানব কল্যান মূলক কাজ করে এবং একে অপরকে সচেতন করে, তাহলে একদিন এ সমাজকে উন্নয়নের শিখড়ে পৌছানো সম্ভব। তিনি আরও বলেন প্রতিটি মানুষ নিয়মিত রক্তদিলে তার শরীরের সুস্থতার বিষয়ে সার্বক্ষনিক নিরাপদ থাকতে পারবে।সকল প্রকার গুরুত্বপূর্ণ পরীক্ষা করিয়ে রক্ত দেয়ার ফলে নিজেকে সুরক্ষিত রাখা যায়। তিনি প্রতিটি মানুষকে রক্ত দিতে এবং রক্তদাতা কে উদ্ভোদ্ধ করতে আহবান জানান। এর মাধ্যমে রক্ত দাতা ও গ্রহিতা উভয়ের মধ্যে একটি নিবির সম্পর্ক স্থাপন হয়। বক্তব্য শেষে সকল স্বেচ্ছাসেবীদের কে কেস্ট ও সনদ প্রদান করেন। পরিশেষে অত্র সংগঠনের সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।




মেহেন্দিগঞ্জের আদর্শনগর ইউপি সচিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
বিসিসি’র চীফ এ্যাসেসর নুরুল ইসলাম ষড়যন্ত্রের শিকার
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বরিশাল সোনালী ব্যাংক: দুর্নীতিতে জর্জরিত, গোপালের পথে হাটছেন জিএম মাহমুদুল হক
সাংবাদিকতা নিয়ন্ত্রণ করা কোন সংগঠনের কাজ নয়: বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
ওটরা ইউনিয়ন এর জনগণের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার আসাদুজ্জামান সুজনের
উজিরপুরে ইয়াবা গডফাদার বাবু মুন্সিকে গ্রেফতার দাবি
গণহত্যার বিচার কার্যকর করতে উজিরপুর বাসী কে ঐক্যবদ্ধ থাকতে হবে - আহম্মেদ শাকিল।